RG Kar Protest: 'স্বাস্থ্যকর্মীদের জন্য আনা হোক কেন্দ্রীয় সুরক্ষা আইন', আজ OPD, OT-বন্ধের ডাক
AIIMS Protest: আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রীকে চিঠি লিখেছে ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন কলকাতা
নয়া দিল্লি: আর জি করকাণ্ডে শুধু রাজ্যে নয়, গোটা দেশ, এমনকী বিশ্বের নানা প্রান্তেও প্রতিবাদের ঝড় উঠেছে। চিকিৎসক থেকে নার্স- বাংলার হাসপাতালে বন্ধ পরিষেবা। এরই মধ্যে দিল্লির ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন অফ AIIMS এর তরফে বলা হয়েছে শনিবার ওপিডি এবং অপারেশন থিয়েটার পরিষেবা স্থগিত করা হবে।
শনিবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিল দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ধটনার প্রতিবাদে এবং কর্মরত মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতে শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন।
AIIMS এর ডিরেক্টরকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা। নোটিসে জানানো হয়েছে জরুরি বিভাগ ছাড়া, বর্হিবিভাগ, ওটি, ল্যাবরেটরি বন্ধ থাকবে। পিজিআই চন্ডীগড়ের তরফেও সার্কুলার জারি করে জানানো হয়েছে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যা সোসিয়েশনের তরফে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তাতে সমর্থন জানিয়ে শনিবার বর্হিবিভাগ, রুটিন অস্ত্রোপচার বন্ধ রাখা হবে।
আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি লিখেছে ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন কলকাতা। অন্যদিকে কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরাম, অ্যাসোসিয়েশন অফ হেলথ্ সার্ভিস ডক্টরস সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন।
এদিন, সর্বসম্মতিক্রমেই সফদরজং এবং আরএমএল-এর চিকিৎসকরা কালো ব্যান্ড পরে মৌন মিছিল করেন।
এদিকে, DYFI-এর পতাকা নিয়ে, R G কর মেডিক্যালে হামলা চালিয়েছে সিপিএম, আর জাতীয় পতাকা নিয়ে হামলা চালিয়েছে বিজেপি। আজ পথে নেমে, এমনই অভিযোগ করলেন মমতা বন্দোপাধ্যায়। যদিও, পুলিশ কমিশনার আজকের সাংবাদিক বৈঠকে, ধৃতদের কোনও রাজনৈতিক পরিচয় জানাননি। এদিকে, তাণ্ডবের ঘটনায় যুক্ত থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছে বামেরা। পাল্টা, তৃণমূলের দিকেই হামলার দায় ঠেলেছে বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে