Republic Day 2024: বলিউডি সুরে নাচের ছন্দ! ভারতকে 'বিশেষ' শুভেচ্ছা 'বন্ধু' রাশিয়ার
Republic Day Celebration: শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে দূতাবাসের কর্মীরা, শিশুরা এবং পেশাগত শিল্পীরা নাচের তালে পা মিলিয়েছেন।

নয়াদিল্লি: ভারতের প্রজাতান্ত্রিক দিবসে বিশেষ উপহার রাশিয়ার (Russia)। প্রথামাফিক কোনও শুভেচ্ছা নয়, একেবারে অন্যভাবে ভারতকে ৭৫তম প্রজাতন্ত্র (Republic Day 2024) দিবসের শুভেচ্ছা জানাল রাশিয়ার দূতাবাস। সানি দেওলের ব্লকবাস্টার ফিল্ম 'গদর'এর হিট গানের সুরে গানে-নাচে এল শুভেচ্ছাবার্তা। নয়াদিল্লিতে রাশিয়ার দূতাবাসের (Russian Embassy) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ওই ভিডিও শুভেচ্ছাবার্তা।
শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে দূতাবাসের কর্মীরা, শিশুরা এবং পেশাগত শিল্পীরা নাচের তালে পা মিলিয়েছেন। তারই সঙ্গে ভারতকে শুভেচ্ছা জানিয়ে প্ল্যাকার্ড রয়েছে তাঁদের হাতে। দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে সেখানে লেখা রয়েছে, 'Happy Republic Day, India! From Russia with love'
ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ (Denis Alipov) তাঁর বার্তায় ভারত ও রাশিয়ার দীর্ঘ বন্ধুত্বের উল্লেখ করেছেন। সমগ্র ভারতবাসীর উন্নতি এবং সুস্থতাও কামনা করেছেন তিনি। তাঁর পোস্টে রয়েছে অমৃত কালের প্রসঙ্গও। আর শেষে লেখা 'Long live #Bharat! Long live Rusi-Bharatiya Dosti!'
Warmest congratulations on the #RepublicDay, India! Wishing our Indian friends prosperity, well-being and very bright #AmritKaal! Long live #Bharat! Long live Rusi-Bharatiya Dosti! pic.twitter.com/BOeEewup86
— Denis Alipov 🇷🇺 (@AmbRus_India) January 25, 2024
এদিন ভারতকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে আমেরিকাও। US সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দেশের বাসিন্দাদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হওয়ার বার্তা দিয়েছেন।
এদিন কর্তব্য়পথে রয়ে গিয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধান অতিথি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং আরও অনেকে। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অংশ নিয়েছে ফরাসি বাহিনীর ৯৫ জন সদস্য। ৩৩ সদস্যের ফরাসি মিলিটারি ব্যান্ডও ছিল কুচকাওয়াজে। ফ্রান্সের বায়ুসেনার দুটি রাফাল যুদ্ধবিমানও ছিল প্রজাতন্ত্র দিবসের সমারোহে। দিল্লিতে এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্য়ুয়েল মাকরঁ। সন্ধে ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন মাকরঁ। আজ রাতের বিমানেই দিল্লি থেকে ফ্রান্সে ফিরে যাবেন তিনি।
আরও পড়ুন: 'দুর্নীতির কথা জানতেন জ্য়োতিপ্রিয়, স্বীকারও করেছেন', রিপোর্টে দাবি ইডির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
