Saoli Chattopadhyay Marriage: দর্পণে সিঁদুরদান, ছিমছাম আয়োজনে বিয়ে সারলেন 'ফড়িং'-এর মা শাঁওলি
Actress Saoli Chattopadhyay Marriage: ছাইরঙা পোশাকে সেজেছিলেন নববধূ ও বর। ফুলের মালা, ছিমছাম সাজেই বিয়ে সারলেন ছোটপর্দার পরিচিত মুখ শাঁওলি। দর্পনে সিঁদুরদান হলেও একেবারে রীতিনীতি মেনে বিয়ে হয়নি

কলকাতা: সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায় (Saoli Chattopadhyay)। পাত্র প্রতীক দত্ত (Pratik Dutta)। তাঁরও যোগ রয়েছে অভিনয় জগতের সঙ্গে। অভিনয় থেকে শুরু করে, একাধিক ছবি ও ওয়েব সিরিজের স্ক্রিন প্লেও লিখেছেন প্রতীক। এদিন খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে দমদমে বিয়ের আসর বসেছিল তাঁদের।
ছাইরঙা পোশাকে সেজেছিলেন নববধূ ও বর। ফুলের মালা, ছিমছাম সাজেই বিয়ে সারলেন ছোটপর্দার পরিচিত মুখ শাঁওলি। দর্পনে সিঁদুরদান হলেও একেবারে রীতিনীতি মেনে বিয়ে হয়নি। তবে সারা হয়ে গিয়েছে আইনি বিয়ে। সোশ্যাল মিডিয়ায় এর আগেই আইবুড়োভাত খাওয়ার ছবি শেয়ার করে নিয়েছিলেন শাঁওলি।
মায়ের বিয়ের আসলে হাজির ছিলেন ফড়িং খেয়ালি মণ্ডলও। আপাতত 'আলতা ফড়িং' ধারাবাহিকে অভিনয় করছেন শাঁওলি। সেখানেই তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন খেয়ালি। এদিন বিবাহ আসরে উপস্থিত ছিলেন খেয়ালি, অর্ণব, তুলিকা বসু ও অন্যান্যরাও। ছিল খাওয়া দাওয়ার আয়োজনও।
অনির্বাণ ভট্টাচার্য্যের 'মন্দার' ও 'বল্লভপুরের রূপকথা' এই দুটি কাজেরই চিত্রনাট্য লিখেছেন প্রতীক। শাঁওলির বিয়েতে আমন্ত্রিত ছিলেন সত্যম ভট্টাচার্য্যও। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন সত্যম। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সত্যম।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
