এক্সপ্লোর
Advertisement
অশিক্ষিত বলে কটাক্ষ, কঙ্গনার আক্রমণের জবাব দিলেন শাহিনবাগের দাদি
বিলকিস বানু বলেন, ও আমার মেয়ের মতো। কিন্তু আমাকে অশিক্ষিত বলছে। যখন আমদের সন্তান জন্ম দিতে জানি, তাদের লেখাপড়া শেখাতে জানি, তাহলে কেন আন্দোলনের কারণ জানব না?
নয়াদিল্লি: শাহিনবাগে সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বিক্ষোভের বিখ্যাত মুখ হয়ে উঠেছিলেন বিলকিস বানু। যিনি দাদি নামে পরিচিত। এবার তাঁকে অশিক্ষিত বলে কটাক্ষ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, কোনও কিছু না জেনেই প্রৌঢ়া যোগ দিয়েছেন বলে আক্রমণ করেছেন বলি অভিনেত্রী।
টুইটারে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা বলেছেন, শাহিনবাগের 'অশিক্ষিত দাদি' কোনও কিছু না জেনেই এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। যারা কিছু জানেন না তাঁদের এইভাবে প্রচারের মুখ করা হয়। তবে কঙ্গনা এই আক্রমণকে মোটেই পাত্তা দেননি দাদি। তবে এই মন্তব্য়ের জবাব দিয়েছেন তিনি।
বিলকিস বানু বলেন, ও আমার মেয়ের মতো। কিন্তু আমাকে অশিক্ষিত বলছে। যখন আমদের সন্তান জন্ম দিতে জানি, তাদের লেখাপড়া শেখাতে জানি, তাহলে কেন আন্দোলনের কারণ জানব না? জামিয়ায়, জেএনইউতে আমাদের সন্তানদের উপর যে অত্যাচার হচ্ছিল তা দেখে চুপ করে বসে থাকতে পারিনি। আমাদের সন্তানদের সঙ্গে বর্বর আচরণ করছিল পুলিশ। একইসঙ্গে তিনি বলেছেন, "আমি কঙ্গনাকে কখনই দেখিনি। আমরা কয়েকশো টাকার জন্য বসে নেই। দেশ বাঁচাতে বসেছিলাম। আমি এক কৃষকের মেয়ে। আমি একজন কৃষকের পুত্রবধূ। দেশের ভালর জন্য করব। অনেক বয়স হয়েছে। চুল পেকে গিয়েছে। প্রয়োজনে কণ্ঠস্বর তুলতে জানি।
উল্লেখ্য, সিএএ-র বিরুদ্ধে আন্দোলনের পর সাম্প্রতিক সময়ে কৃষক আন্দোলনে সামিল হয়েছেন দাদি। ৩ কৃষি আইনের বিরুদ্ধে রাজধানীতে আন্দোলন করছেন কৃষকরা। সেখানেও আন্দোলনের অন্যতম মুখ প্রৌঢ়া। আর তাতেই আক্রমণ করেছেন কঙ্গনা। দিন কয়েক আগে ছবি শেয়ার করে তিনি লেখেন, শক্তিশালী নারী হিসেবে ম্যাগাজিনে জায়গা করে নিয়েছেন তিনি। ১০০ টাকার জন্য আন্দোলন করেন তিনি। কঙ্গনার এই মন্তব্যের জন্য তাঁকে আইনি নোটিস পাঠায় শিরোমণি আকালি দলের নেতা মঞ্জিন্দর সিংহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement