এক্সপ্লোর
দলে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পেয়েছে, আজ কঠিন সিদ্ধান্তের সময়, তৃণমূল সমর্থকদের খোলা চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী
চিঠিতে শুভেন্দু লিখেছেন, আজ আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, রাজ্যের উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিতে হবে।

হলদিয়া: গত ১০ বছরে দলে কোনও পরিবর্তন হয়নি। নীচুতলার কর্মীরা একটু একটু করে দল তৈরি করেছেন, অথচ তাঁরা কোনও গুরুত্ব পাননি। তৃণমূল কর্মীদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, দলে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পেয়েছে, রাজ্যের মানুষকেই ঠিক করতে হবে, তাঁরা কী করবেন। চিঠিতে শুভেন্দু লিখেছেন, আজ আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, রাজ্যের উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিতে হবে। তাই আমি পদত্যাগ করব ঠিক করেছি। ১০ বছর ক্ষমতায় থাকার পর রাজ্য সরকারকে কিনা দুয়ারে সরকারের মতো প্রকল্প নিতে হচ্ছে! আমাদের একসঙ্গে নতুন পথে হাঁটতে হবে, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তিন দশক আগে যে আদর্শের লড়াই শুরু করেছিলাম, তা চালিয়ে যাব। চিঠি শেষ করেছেন শুভেন্দু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















