এক্সপ্লোর
Advertisement
ঠিক সময়ে আসেন না, অভিযোগ অভিভাবকদের, এবার বাঁকুড়ার ৫ স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা, রাজ্যে এই প্রথম
যদিও শিক্ষক-শিক্ষিকারা আবার বলছেন, কখনও কখনও বিশেষ কারণে স্কুলে আসতে দেরি হলে সেটাও বিবেচনা করা উচিত।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সরকারি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের গরহাজিরা বা দেরিতে আসার অভিযোগ শোনা যায় অনেক সময়। তাতে রাশ টানতে এবার শিক্ষক-শিক্ষিকাদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক ব্যবস্থা। পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যে এই প্রথম, বাঁকুড়ার পাঁচটি স্কুলে বায়োমেট্রিক চালু করা হচ্ছে। ইতিমধ্যে পরিকাঠামো তৈরি। খুব শীঘ্রই তা কার্যকর করা হবে।
এই ব্যবস্থা নিয়ে খুশি অভিভাবকরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষিকারা ঠিক সময়ে স্কুলে আসতেন না। বায়োমেট্রিক ব্যবস্থা চালু হলে, তা বন্ধ হবে। যদিও শিক্ষক-শিক্ষিকারা আবার বলছেন, কখনও কখনও বিশেষ কারণে স্কুলে আসতে দেরি হলে সেটাও বিবেচনা করা উচিত।
প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্য ধীরে ধীরে জেলার সব স্কুলেই এই ব্যবস্থা চালু করতে চাইছে বলে জানিয়েছেন বাঁকুড়া জেলা পরিদর্শক জগবন্ধু বন্দ্যোপাধ্যায়।
আপাতত বাঁকুড়ার যে পাঁচটি স্কুলে বায়োমেট্রিক চালু হচ্ছে, সেগুলি হল
বাঁকুড়া বঙ্গ প্রাথমিক বিদ্যালয়, বাঁকুড়া গার্লস প্রাথমিক বিদ্যালয়, লালবাজার হিন্দু প্রাথমিক স্কুল, মিশন গার্লস প্রাথমিক বিদ্যালয় এবং কংসাবতী শিশু বিদ্যালয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement