এক্সপ্লোর
নদিয়ার চাকদায় লরির সঙ্গে অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ, মৃত ২, আহত ৬

নদিয়া: নদিয়ার চাকদায় লরির সঙ্গে অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ। মৃত ২, আহত ৬। মুর্শিদাবাদের মধুপুর থেকে রোগী-সহ ৭ জন যাত্রী নিয়ে কলকাতায় আসছিল অ্যাম্বুল্যান্সটি। সকাল ৬টা নাগাদ চাকদার সিংহের বাগানে ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সেটি পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির খালাসি ও অ্যাম্বুল্যান্সের এক যাত্রীর। রোগী-সহ অ্যাম্বুল্যান্সের বাকি ৫ যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















