এক্সপ্লোর
Advertisement
বীজপুর হত্যা: বাবলুকে খুনের কথা অঞ্জুকে ফোনে জানিয়ে তারাপীঠে গা ঢাকা দেয় সঞ্জু
উত্তর ২৪ পরগনা: বাবুল দাস হত্যার পুনর্নির্মাণ করল পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র।বীজপুর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই পুলিশের জালে মৃতের স্ত্রী অঞ্জু ও তাঁর প্রেমিক সঞ্জু। গ্রেফতার সঞ্জুর বন্ধু সুভাষও। মঙ্গলবার ভোরে সঞ্জুকে নিয়ে হালিশহরের জেটিয়া বালিভাড়া এলাকায় যায় বীজপুর থানার পুলিশ। করা হয় ঘটনার পুনর্নির্মাণ। পুলিশের দাবি, ধৃত জানিয়েছে, রাতে মত্ত অবস্থায় ২টি সাইকেলে ফিরছিল তিনজন। একটি সাইকেল চালাচ্ছিল সঞ্জু, পিছনে বসেছিলেন বাবুল। অন্য সাইকেলে সুভাষ।
কিছু দূর আসার পর একটি পুকুরের পাড়ে দাঁড়ায় তিনজন। সেখানেই বাবুলের গলার নলি ধারাল অস্ত্র দিয়ে কেটে দেয় সঞ্জু।
তারপর অস্ত্রটি ফেলে দেয় পুকুরে।
এদিন পুকুর থেকে ধারাল অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ঘটনাস্থল থেকেই মৃতের স্ত্রী অঞ্জুকে ফোন করে সঞ্জু জানায় বাবুলকে খতম করে দিয়েছে সে।
এরপর বন্ধু সুভাষের সঙ্গে তারাপীঠে গা ঢাকা দেয় সঞ্জু।
তদন্তে নেমে বারাসতের মনুয়াকাণ্ডের সঙ্গে এই ঘটনার হুবহু মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের দাবি জেরায় সঞ্জু জানিয়েছে, বাবুলের সঙ্গে আর ঘর করতে পারছে না বলে তাকে বারবার বলতে থাকে অঞ্জু। স্বামীকে ছেড়ে তাঁর সঙ্গে পালিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছিল বাবুলের স্ত্রী।
ঠিক যেমনটা দেখা গিয়েছিল মনুয়াকাণ্ডে।
পুলিশ সূত্রে খবর, সেখানেও স্বামী অনুপমকে সরাতে প্রেমিক অজিতকে একই কথা বলেছিল মনুয়া।
পুলিশের দাবি, বাবুল খুনে সঞ্জুর হাত রয়েছে, একথা নিশ্চিত হওয়ার পর মৃতের স্ত্রী অঞ্জুকে দিয়েই তাঁকে ফোন করানো হয়।
প্রেমিকার ফোন পেয়ে নৈহাটিতে ফিরলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে আরও কিছু তথ্য বের করতে চাইছেন তদন্তকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement