এক্সপ্লোর
তৃণমূলই না রাজ্যছাড়া হয়ে যায়, মমতাকে পাল্টা কটাক্ষ দিলীপের
কলকাতা: শুক্রবার ২১ জুলাইয়ের সমাবেশ থেকে ২০১৯-এ আগামী সাধারণ নির্বাচনে দেশজুড়ে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তীব্র কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিজেপিকে তাড়ানোর ডাক দেওয়ার আগে মুখ্যমন্ত্রীই দেখুন, তিনি এরাজ্যে আর ক্ষমতায় থাকতে পারেন কিনা।
দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল তো ত্রিপুরায় নিজেদের সংগঠন বাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু সেখানে তো মমতার দল সাইনবোর্ড হয়ে গিয়েছে। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপিকে হঠানোর ডাক দিচ্ছেন। মমতার এই ডাক হাস্যকর বলেও কটাক্ষ করেছে বিজেপি।
ত্রিপুরায় তৃণমূলের ছয় বহিষ্কৃত বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচেন বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলেই মমতাকে বিঁধেছেন দিলীপ।
বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে এ রাজ্যেও ক্রস ভোটিং হয়েছে। এর থেকেই তৃণমূল নেত্রীর শিক্ষা নেওয়া উচিত। তাই তৃণমূলই না রাজ্যছাড়া হয়ে যায়, তা নিয়ে ভাবা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মমতা ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি ভারত ছাড়ো কর্মসূচীর ডাক দিয়েছেন। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন,আগামি ৯ অগাস্ট থেকে তৃণমূলের ‘তোষণ নীতির’ বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করবে বিজেপি।
শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিদেশনীতিতে ব্যর্থতার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, মোদীর আমলে অন্য দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। তৃণমূল নেত্রীর এই অভিযোগ খারিজ করে বিজেপির রাজ্য সভাপতির দাবি, মোদীর বিদেশনীতি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
দিলীপ ঘোষের অভিযোগ, কেন্দ্রের উন্নয়ণমূলক কর্মসূচীতে বাধার সৃষ্টি করছে তৃণমূল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement