এক্সপ্লোর
৬ মাসের শিশুকন্যাকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন মা, কেন এমন করলেন তিনি জানেন?

জলপাইগুড়ি: ৬ মাসের শিশুকন্যাকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন মা। স্থানীয়দের তত্পরতায় প্রাণে বাঁচল শিশু। হাসপাতালে ভর্তি মা ও শিশু। শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার সাপ্টিবাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল সন্ধেয় অঞ্জু শীল নামে ওই গৃহবধূ তাঁর শিশুকন্যাকে শৌলি নদীতে ফেলে দেন। স্থানীয়রা দেখতে পেয়ে, সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে মা ও শিশু দু’জনেই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি। গৃহবধূর স্বামীর খোঁজ না মেলায়, শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রাথমিক তদন্তে অনুমান, শারীরিক অসুস্থতা থেকেই ওই গৃহবধূ এই কাণ্ড ঘটিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















