চিকিৎসা গাফিলতিতে মৃত সঞ্জয় রায়ের স্ত্রীকে চাকরি দিল রাজ্য
হাওড়া: পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি পালন করলেনও। ডানকুনির সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে পর্যটন দফতরে চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে কথা বললেন সঞ্জয়ের মায়ের সঙ্গে। দু’বছরের ছেলেটাকে নিয়ে অকুলপাথারে পড়েছিলেন ডানকুনির বাসিন্দা রুবি। স্বামীর মৃত্যুর বিচার চেয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করলেও ভবিষ্যত্ নিয়ে বাড়ছিল উদ্বেগ। বৃহস্পতিবার সেই উদ্বেগের অবসান করলেন মুখ্যমন্ত্রী। পর্যটন দফতরে চাকরি পেলেন রুবি। এদিন ছেলেকে নিয়ে প্রথমে কালীঘাটে যান রুবি। তারপর মুখ্যমন্ত্রীই তাঁকে নিয়ে আসেন নবান্নে। নবান্নে বসে সঞ্জয়ের মা-কেও ফোন করেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন সঞ্জয়ের মৃত্যুর তদন্ত শেষ হবে দ্রুত। শুনে চোখে জল ধরে রাখতে পারেননি সদ্য সন্তানহারা মা। অন্যদিকে, এই ঘটনার তদন্তে এদিন ফের অ্যাপোলো হাসপাতালে যান ফুলবাগান থানার তদন্তকারী অফিসাররা। সঙ্গে ছিলেন সাইবার-বিশেষজ্ঞরা। সূত্রের খবর, বিলিং সেকশনের নানা খুঁটিনাটি বিষয় পরীক্ষা করেন তাঁরা। শুক্রবার অ্যাপোলো হাসপাতালের কয়েকজন আধিকারিককে ফের ডেকে পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।