এক্সপ্লোর
Advertisement
দিলীপ ঘোষ নিগ্রহকাণ্ড: গ্রেফতার দুই, উত্তপ্ত পাহাড়, বিজেপির ওপর ফের আক্রমণ হলে জ্বলবে বাংলা
দার্জিলিং ও কলকাতা: বৃহস্পতিবার দিলীপ ঘোষকে নিগ্রহের পর আজও উত্তপ্ত পাহাড়। আজ পাতলেবাস থেকে পিংলা পর্যন্ত তিন জায়গায় কাটা হয়েছে রাস্তা। এলাকায় পুলিশের ঢোকা বন্ধ করতে গুরুঙ্গপন্থীরা রাস্তা কেটেছে বলে অভিযোগ।
অন্যদিকে পাহাড় সফরে যাওয়া বিজেপি দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের আন্দোলেনকারীদের। আজ দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দিলীপ ঘোষের উপস্থিতিতে বিক্ষোভকারীদের মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয়েছে বলে দাবি তাঁদের। গতকাল পাহাড় সফরের দ্বিতীয় দিনে প্রকাশ্যে নিগৃহীত হন বিজেপির রাজ্য সভাপতি। সংবাদমাধ্যমের ছবি দেখে ঘটনায় ২ জন মোর্চা সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গতকালের ঘটনার প্রতিবাদে আজ শহরের তিন জায়গায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির।
এদিকে পাহাড়ে দিলীপ ঘোষকে নিগ্রহের প্রতিবাদে পথে নেমে বিতর্কিত মন্তব্য দুই জেলার দুই বিজেপি সভাপতির। আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলার সময় আসানসোলের জেলা সভাপতি তাপস রায় বলেন, তৃণমূলের কেউ বিজেপির উপর হামলা চালালে তাঁদের হাতের আঙুল ভেঙে দেবেন।
অন্যদিকে বিজেপির উপর আবার আক্রমণ হলে বাংলার বাড়িতে বাড়িতে আগুন জ্বলবে বলে সিউড়িতে হুঁশিয়ারি দেন বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। সিউড়ি ছাড়াও বোলপুর এবং রামপুরহাটে বিজেপির কর্মী-সমর্থকরা প্রতিবাদ মিছিল করেন। হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচী পালন করে গেরুয়া শিবির।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement