এক্সপ্লোর
মান্নানের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব তৃণমূলের
কলকাতা:মানস ভুঁইয়ার বিধানসভার পিএসি চেয়ারম্যান পদ পাওয়া নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়।
অনেকে বলছেন, এর আগেই একটা মাস্টার স্ট্রোকে টালমাটাল বিরোধী শিবির। আক্রমণ তো দূর, এখন ঘর সামলাতেই হিমশিম খাচ্ছেন অধীর-মান্নানরা। একটা সিদ্ধান্তের জেরেই এক দলে, দূরত্ব অনেক!একদিকে মানস, অন্যদিকে অধীর, মান্নানরা।
কংগ্রেস চেয়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হোক সিপিএমের সুজন চক্রবর্তী। কিন্তু, স্পিকারের ঘোষণা, চেয়ারম্যান হবেন কংগ্রেসেরই মানস ভুঁইয়া! পরিস্থিতি এমন হল যে নিজের দলের লোক চেয়ারম্যান হচ্ছে জেনে, সেই কংগ্রেসকেই ওয়াকআউট করতে হল! তাও আবার বামেদের সঙ্গে! অনেকে বলছেন, এমন ছবিও যে দেখতে হবে, তা কেউ হয়ত কল্পনাই করেননি! বিধানসভার অভ্যন্তরে স্পিকারের সিদ্ধান্তই শেষ কথা! কিন্তু, কংগ্রেসের একাংশ দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে! বলছেন, মাস্টারস্ট্রোক না কি তাঁর? পর্যবেক্ষকদের একাংশ বলছে, মোক্ষম মগজাস্ত্র। যার প্রভাব বহুমুখী।
মানসকে পিএসি চেয়ারম্যান করাতে কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে চলে এল।
সুজন চক্রবর্তীকে পিএসির চেয়ারম্যান পদ ছেড়ে কংগ্রেস যে জোট বার্তা দিয়েছিল, তা ধাক্কা খেল।
মানস-মান্নান দ্বন্দ্ব বিধানসভা চত্বরের গণ্ডী ছাড়িয়ে চলে এল বাইরে।
তৃণমূলকে আক্রমণ তো দূর, কংগ্রেস এখন নিজের ঘর সামলাতেই ব্যস্ত।
কংগ্রেসের অন্দরে জোট বিরোধীরা বলার সুযোগ পেয়ে গেলেন, এ কেমন জোট , যেখানে নিজের ঘরের লোকের চেয়ারে বসার বিরোধিতা করতে হয়।
মানসের বিরুদ্ধে ‘কড়া ব্যবস্থা’ না কি ‘ধীরে চলো’, কংগ্রেসের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে কি?
আগামী দিনে মানস-অধ্যায়ে অনুপ্রাণিত হয়ে আরও কংগ্রেস বিধায়কও দলের নির্দেশ না মানার স্পর্ধা দেখাতে উৎসাহিত হবেন না তো?
সবমিলিয়ে অনেক বছর পর বিরোধী দল হিসেবে উঠে আসা কংগ্রেস এখন এক কৌশলেই দিশেহারা। আর এরই মধ্যে কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে আবার স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছে তৃণমূল। সূত্রের খবর, বিধানসভার সচিবের কাছে নোটিস জমা দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়।পিএসি চেয়ারম্যান পদে কংগ্রেস পরিষদীয় দলের আর্জি খারিজ করে মানস ভুঁইয়াকে দায়িত্ব দেওয়ার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগে সোমবার সরব হন মান্নান। এরপরই, তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় তৃণমূল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement