PM Modi Purulia Rally LIVE: ‘২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে’, জনসভায় মোদি
Narendra Modi Purulia Rally LIVE Updates ‘দিদির সরকার যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে’, বললেন প্রধানমন্ত্রী
LIVE
Background
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় নির্বাচনী প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সকাল ১১টা নাগাদ পুরুলিয়া শহর থেকে ১১ কিলোমিটার দূরে ভাঙড়া নবকুঞ্জ ময়দানে জনসভা করবেন তিনি। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভাল ফল করে তৃণমূল। জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টিই তারা দখল করে। ২টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় বিজেপিকে। কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব উল্টে যায়। পুরুলিয়া লোকসভা আসনটি দখল করা ছাড়াও এই লোকসভা কেন্দ্রের অধীনে ৭টি বিধানসভাতেও তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে জেলায় জমি ধরে রাখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে পদ্ম শিবির। গত সোমবার পুরুলিয়ায় জোড়া সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দু’ দিনের মধ্যেই এই জেলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।
PM Modi Purulia Rally LIVE: ‘২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে’, জনসভায় মোদি
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘বাংলার প্রশাসনকে বলব গণতন্ত্র যেন বজায় থাকে। বিজেপি ক্ষমতায় এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন ফিরিয়ে আনা হবে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে। এই বার ভয় নয়, শুধু জয়।’
PM Modi Purulia Speech LIVE: ‘দিদির সরকার যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে’, জনসভায় মোদি
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘দিদির সরকার যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অপরাধ হয়, অপরাধী আছে, কিন্তু জেলে নেই। সিন্ডিকেট আছে, দুর্নীতি আছে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয় না। কাল রাত উত্তর ২৪ পরগনায় বেশ কিছু জায়গায় বোমাবাজি হয়েছে। টার্গেট করা হচ্ছে বিজেপি কর্মীদের। এই মাফিয়ারাজ আর চলবে না।’
PM Modi Purulia Rally LIVE: ‘দিদির বাংলায় টিএমসি মানে ট্রান্সফার মাই কমিশন’, জনসভায় মোদি
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘বাংলার দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষকে সঙ্গে নেননি মমতা। আমফানের জন্য কেন্দ্রীয় সাহায্যেও কাটমানি। আদিবাসীদের কল্যাণে সচেষ্ট কেন্দ্র। অটল সরকার আদিবাসীদের কল্যাণে আলাদা মন্ত্রক বানিয়েছিল। বাংলায় দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া ৩৬ লক্ষ মানুষ উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে। কেন্দ্রের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আর দিদির বাংলায় টিএমসি মানে ট্রান্সফার মাই কমিশন। জনধন অ্যাকাউন্ট নিয়েও ভয় পান মমতা। চুরির খেলা চলবে না।’
PM Modi Purulia Speech LIVE: ‘লোকসভায় তৃণমূল হাফ, বিধানসভায় পুরো সাফ’, জনসভায় মোদি
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘তোষণের রাজনীতির এটা বড় পরিবর্তন। বাংলায় অনুপ্রবেশের পিছনে একটাই রাজনীতি তোষণ। লোকসভায় তৃণমূল হাফ, বিধানসভায় পুরো সাফ।’
PM Modi Purulia Rally LIVE: ‘দিদির চোট লেগেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন দিদি’, জনসভায় মোদি
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন,‘দিদি আমার ওপর রাগ দেখাচ্ছেন। বিজেপি নেতাদের ওপর রাগ দেখাচ্ছেন দিদি। দিদিও ভারতের মেয়ে, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। দিদির চোট লেগেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন দিদি।’