এক্সপ্লোর
গাইঘাটায় গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেফতার পুলিশ-পুত্র

উত্তর ২৪ পরগনা: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। হাসপাতালে ভর্তি নির্যাতিতা। গ্রেফতার অভিযুক্ত পুলিশ-পুত্র। ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার ঠাকুরনগরে। অভিযুক্তের নাম বাপন পোদ্দার। বয়স ২২। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক অফিসারের ছেলে। গাইঘাটা থানা এলাকাতেই বাড়ি। গৃহবধূর অভিযোগ, কেউ না থাকার সুযোগে, শনিবার রাতে বাড়িতে চড়াও হন বাপন পোদ্দার। বাড়িতে ঢুকে বধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর বারাসাত হাসপাতালে ভর্তি নির্যাতিতা। বধূর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















