বিরাটির রেস্তোরাঁয় বিস্ফোরণ, ভাঙল শাটার, উড়ে গেল ছাদ, প্রাথমিক অনুমান গ্যাস লিক, ঘটনাস্থলে ফরেন্সিক দল
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বিরাটিতে বন্ধ রেস্তোরাঁয় বিস্ফোরণ। তীব্রতায় উড়ে গেল ছাদ। আহত ১। সকালের ব্যস্ত সময় আচমকা বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল রেস্তোরাঁর ছাদ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বিরাটির কলেজ মোড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। ওই সময় রেস্তোরাঁটি বন্ধ ছিল। বিস্ফোরণের তীব্রতায় দোকানের শাটার ভেঙে মারাত্মকভাবে জখম হন ওই মহিলা। বিস্ফোরণের পর রেস্তোরাঁয় আগুন লেগে যায়। আসে দমকলের ৩টি ইঞ্জিন। আতঙ্কিত এলাকাবাসীরা রাস্তায় বেরিয়ে আসেন। কিন্তু কী কারণে বিস্ফোরণ ঘটল বন্ধ রেস্তোরাঁয়? এলাকাবাসীদের অভিযোগ, এই রেস্তোরাঁয় বিস্ফোরক মজুত করা ছিল। এই অভিযোগ অস্বীকার করেছেন রেস্তোরাঁ মালিক। তদন্তকারীরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কী কারণে বিস্ফোরণ, তা নিয়ে মন্তব্য করতে চাননি দমকল আধিকারিকরা। বিস্ফোরক মজুতের অভিযোগ অস্বীকার করলেও রেস্তোরাঁ মালিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের কারণ জানতে এলাকায় যাচ্ছে ফরেনসিক দল। রেস্তোরাঁ থেকে নমুনা সংগ্রহ করবেন তাঁরা।