Rajya Sabha bypolls:রাজ্য়সভা আসনের ভোটে প্রার্থী দিচ্ছে না বিজেপি, মুখ্যমন্ত্রীকে হারানো লক্ষ্য, বললেন শুভেন্দু
উল্লেখ্য, রাজ্যের রাজ্য়সভা আসনের উপনির্বাচনে সুস্মিতা দেবকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
কলকাতা: আগামী রাজ্যসভা ভোটে কোনও প্রার্থী দেবে না বিজেপি। ‘ফলাফল পূর্ব নির্ধারিত, তাই এই সিদ্ধান্ত। অনির্বাচিত মুখ্যমন্ত্রীকে আরও একবার অনির্বাচিত করাই লক্ষ্য’। ট্যুইট করে জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী অক্টোবরে পশ্চিমবঙ্গে রাজ্যসভা আসনের নির্বাচন। তার আগে এই সিদ্ধান্ত জানাল বিজেপি।
শুভেন্দু ট্যুইট করে বলেছে, রাজ্যে আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোনও প্রার্থী দেবে না। এই ভোটের ফলাফল পূর্ব নির্ধারিত। আমাদের কাছে এখন লক্ষ্য হল অনির্বাচিত মুখ্যমন্ত্রীকে ফের অনির্বাচিত করা।
উল্লেখ্য, রাজ্যের রাজ্য়সভা আসনের উপনির্বাচনে সুস্মিতা দেবকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের সবং আসন থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর রাজ্য়সভার সদস্য পদ ছেড়ে দিয়েছিলেন মানস ভুঁইয়া। এ জন্যই রাজ্যসভার এই আসনে উপনির্বাচন হচ্ছে। এদিনই বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন সুস্মিতা দেব।
Babul Meets Mamata: ‘আমি খুশি, দেখা করে আপ্লুত’, মমতার সঙ্গে সাক্ষাতের পর বাবুল সুপ্রিয়
রাজ্যের ১৬ টি রাজ্য়সভা আসনের ১১ টিই তৃণমূলের দখলে। এখনও পর্যন্ত কংগ্রেসের দুই ও সিপিএমের এক রাজ্যসভার সদস্য রয়েছেন। গত সপ্তাহে তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ রাজ্য়সভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে ওই আসনটিও শূন্য হয়ে পড়েছে।
এর আগে দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহর সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। এবার সুস্মিতা দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী না দেওয়ায় তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিততে চলেছেন। রাজ্যসভা নির্বাচনে প্রার্থী না দেওয়ার কথা জানিয়ে ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারের প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন শুভেন্দু।
উল্লেখ্য, ভবানীপুর আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থী না দেওয়ার কথা জানিয়ে ওই ভবানীপুর উপনির্বাচনের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেছেন।