WB Corona Cases: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ১, ৩৯১ জন; মৃতের সংখ্যা ২১
রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ১, ৩৯১ জন; মৃতের সংখ্যা ২১
কলকাতা: গতকালের থেকেও রাজ্যে কমল করোনা সংক্রমণ। শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত হয়েছে ১,৩৯১ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,০৪,০৯৭ জন। ৩ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৯,২৮০ জন।
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল মৃতের সংখ্যা ছিল ২৩। সবমিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৭৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছে ১,৮১৯ জন। সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ। জেলায় সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর। দু জায়গাতেই করোনা সংক্রমিত হয়েছেন ১৪২ জন।
শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ১ দিনে রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ১,৪২২ জন। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্য়াটি ছিল ১,৫০১ জন। গতকালের হিসেবে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৫, ০২,৭০৬ জন। ২ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্য়ে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ১৯,৭২৯ জন।
অন্যদিকে দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। ৯৭ দিন পর ৫ লক্ষের নীচে নেমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৭ হাজার ৪৭৭।
উল্লেখ্য, বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ লক্ষ ৬২ হাজার ৪৩৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৩০ লক্ষ ৪ হাজার ১৪৯।