WB Corona Cases: ৪২ দিন পর রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নামল ১১ হাজারের নীচে, কমছে মৃত্যুও
গত একদিনে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৮৫৬ জন।
![WB Corona Cases: ৪২ দিন পর রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নামল ১১ হাজারের নীচে, কমছে মৃত্যুও West Bengal Coronavirus Updates: 10137 new cases, 17856 recovered with 131 death recorded in 24 hours in the state WB Corona Cases: ৪২ দিন পর রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নামল ১১ হাজারের নীচে, কমছে মৃত্যুও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/30/17c3419f8c5be0332ba2580de8eb01d1_original.gif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : মাঝে দীর্ঘ ৪২ দিন। রাজ্যে ফের ১১ হাজারের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের ৩১ মের বুলেটিন অনুযায়ী গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন। দৈনিক সংক্রমণে শেষবার গত ২১ এপ্রিল রাজ্যে সংক্রমণ ছিল ১১ হাজারের নীচে। ২১ এপ্রিল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ১০ হাজার ৭৮৪ জন। যার পর থেকেই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বেড়ে প্রায় ২১ হাজার ছুঁয়ে গিয়েছিল। কিন্তু রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধের জেরে ধীর গতিতে হলেও ক্রমশ ফের নিমন্মুখী মারণ ভাইরাসের প্রকোপ।
সংক্রমণ চিত্র নিম্নমুখী হওয়ার আশার আলোর পাশাপাশি কিছুটা চিন্তামুক্তি মৃতের সংখ্যাও কমার জেরে। গত বেশ কয়েকদিন ধরে দেড়শোর কাছাকাছি থাকার পরে তাও কমছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন সোমবারের বলছে, গত একদিনে রাজ্যে করোনার মৃত্যু হয়েছে ১৩১ জনের। পাশাপাশি স্বস্তি দিচ্ছে সুস্থতার পরিসংখ্যানও। গত একদিনের সময়পর্ব ধরলে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৮৫৬ জন। যার সুবাদে একধাক্কায় আরও ৭ হাজার ৮৫০ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা হল ৮৭ হাজার ৪৮ জন। রবিবারই দীর্ঘদিন পরে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষের নীচে নেমেছে।
রাজ্যের করোনাচিত্রে আশার আলোর মাঝেও কিন্তু অল্প হলেও চিন্তার মেঘ বজায় রাখছে করোনা পরীক্ষার সংখ্যা ও পজিটিভিটি রেট। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনই জানাচ্ছে, গত একদিনে রাজ্যে করোনা স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৫৮ হাজার ৮৪৩টি। যা গত কয়েকদিনের থেকে সংখ্যাট কিছুটা কম। পরীক্ষা হওয়া স্যাম্পেলের মধ্যে ১০ হাজার ১৩৭ টিই পজিটিভ হওয়াতে রাজ্যে এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট ১১.০৭ শতাংশ। যে হার কিন্তু বেশ চিন্তায় রাখচে ওয়াকিবহাল মহলকে।
গোটা রাজ্যের মতোই করোনার চিত্রটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে উত্তর ২৪ পরগণা ও কলকাতা জেলাতেও। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণা ও কলকাতায় নতুন করে সংমক্রমিতের সংখ্যা আগের থেকে কিছুটা কমে যথাক্রমে ২ হাজার ৩৭৬ জন ও ১ হাজার ১৩২৪ জন। দুই জেলাতে গত একদিনে যথাক্রমে ৩৩ ও ২৮ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)