WB Corona Cases: কমল সংক্রমণ, বাড়ল পজিটিভিটি রেট, গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু ১৪৮ জনের
রাজ্যে এই প্রথমবার পজিটিভিটি রেট ছাড়িয়ে গেল এগারোর গণ্ডি।
কলকাতা : নিম্নমুখী সংক্রমণ, বাড়ছে সুস্থতাও। কিন্তু পজিটিভিটি রেট ক্রমশ বেড়েই চলেছে। দৈনিক মৃত্যুও দেড়শোরই কাছাকাছি। চুম্বকে রাজ্যের করোনাচিত্র এই মুহূর্তে এমনটাই।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। আর এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। যার সুবাদেই একধাক্কায় ৭ হাজার ৪০৮ জন কমে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমেছে ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জনে। ডিসচার্জ রেট ৯১.৩২ শতাংশ।
বিধিনিষেধের ঘেরাটোপে থাকা রাজ্যের এই চিত্র যেমন স্বস্তি এনে দিচ্ছে তেমনই একরাশ অস্বস্তি বজায় রাখছে মৃত্যুর সংখ্যা ও পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টাতেও রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা দেড়শোরই কাছাকাছি। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কেড়ে নিয়েছে ১৪৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়ে করোনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৫১৮ জনের। যার মধ্যে পজিটিভ ১১ হাজার ৫১৪ জন। শতাংশের হিসেবে যা ১১.০১ শতাংশ। রাজ্যে এই প্রথমবার পজিটিভিটি রেট ছাড়িয়ে গেল এগারোর গণ্ডি।
কয়েকদিন আগেই রাজ্যে বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেছিলেন, পজিটিভিটি রেট ১০ শতাংশের নীচে না আসা পর্যন্ত বিধিনিষেধ বজায় রাখলেই তা রাজ্য ও রাজ্যবাসীর পক্ষে ভালো।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগণা, আর মৃত্যুতে কলকাতা। গত একদিনে গত কয়েকদিনের রেশ বজায় রেখে সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগণা। সেখানে নতুন করে করোনা সংক্রমিত ২ হাজার ৪৪১ জন। আর গত একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিকে, এই সময়পর্বে কলকাতায় কোভিড কেড়েচে ৪৪ জনকে। পাশাপাশি নতুন করে সংক্রমণে পড়েছেন ১ হাজার ৭৩৫ জন।
উত্তর ২৪ পরগণা ও কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়ার করোনাচিত্রও চিন্তা বজায় রেখেছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )