WB Corona Cases: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে নতুন করে আক্রান্ত ৭৪৩ জন
দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া, একদিনে ৬ জনের মৃত্যু।
কলকাতা: গতকাল সংখ্যাটি ছিল ৭০৩। আজ সংখ্যাটি সামান্য বেড়েছে। বুধবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ-মৃত্যু। এদিনের হিসেব অনুযায়ী রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা মোট বেড়ে হল ১৫,৫৮,৮৬০ জন।
এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮,৬১৩ জন। পাশাপাশি গত একদিনে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫৩ জন। ১৫ সেপ্টেম্বরের হিসেবে এদিন রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,০৫০ জন। দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া, সেখানে করোনা আক্রান্ত হহয়ে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪২ জন। ওই ,ময় পর্বে ৪ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে আক্রান্ত ১৩০, ২জনের মৃত্যু।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১৭৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫।
দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ৮৭। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ১৭১ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১২ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ৪৭ হাজার ৭৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৫৭ লক্ষ ৩৯ হাজার ৪২৫।
আরও পড়ুন: CBI summons Sekh Sufian:বিজেপি কর্মী খুনের ঘটনায় নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে তলব সিবিআইয়ের
আরও পড়ুন: ঘুমের মধ্যে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু যুবকের