Kunal Attacks Sovan-Baisakhi: ‘বেডরুমে নয়, শোভন ঘুষ নিয়েছিল চেম্বারে, তাই দেখেননি বৈশাখী’, পটাশপুরের সভায় বেলাগাম কুণাল
এদিন কুণালের নিশানায় ছিলেন শুভেন্দু-মুকুলও
![Kunal Attacks Sovan-Baisakhi: ‘বেডরুমে নয়, শোভন ঘুষ নিয়েছিল চেম্বারে, তাই দেখেননি বৈশাখী’, পটাশপুরের সভায় বেলাগাম কুণাল West Bengal Election 2021 Kunal Ghosh Attacks Sovan Chatterjee Baisakhi Banerjee Suvendu Adhikari From East Midnapore Rally Kunal Attacks Sovan-Baisakhi: ‘বেডরুমে নয়, শোভন ঘুষ নিয়েছিল চেম্বারে, তাই দেখেননি বৈশাখী’, পটাশপুরের সভায় বেলাগাম কুণাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/13214555/web-kunal-ghosh-speech-still-f-130121.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শোভনের পাশাপাশি, এদিন কুণালের আক্রমণের মুখে ছিলেন শুভেন্দু অধিকারীও। বলেন, ‘কোথা থেকে হারবে ঠিক করে নাও শুভেন্দু অধিকারী। এমনভাবে রসগোল্লা খাওয়াবেন, যেন বোঝা যায় কোথাকার। বাইরের রাজ্য থেকে মিটিং-মিছিল করতে এলে রসগোল্লা দিয়ে আপ্যায়ণ করা হবে।’
কুণাল যোগ করেন, ‘শুভেন্দু আমাকে মানহানির মামলার নোটিস পাঠিয়েছিল। মামলা লড়তে দেরি হওয়ায় জরিমানা দিতে হয়েছিল। আমার বন্দিদশার সুযোগ নিয়ে পরিবারকে শেষ করেছিল। সুদীপ্ত সেনের বয়ান নিয়ে আমি সেই মামলা লড়ব।’
শুভেন্দুর ভাইপো-কটাক্ষের জবাব দেন কুণাল। বলেন, ‘আজকে তুমি বিজেপি শোনাচ্ছো, মমতাকে আক্রমণ করছো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ভাইপো হলে শুভেন্দু কাঁথির ভাইপো।’
বেআইনি আর্থিক লেনদেন মামলায় এদিন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংহকে গ্রেফতার করেছে ইডি। এপ্রসঙ্গে জনসভা থেকে কুণাল নিশানা করেন বিজেপি নেতা মুকুল রায়কে। বলেন, ‘কেডি সিংহের সঙ্গে হাত মিলিয়েছিলেন মুকুল রায়। আদালতের কাছে এমনই জানিয়েছিলেন সুদীপ্ত সেন।’
তিনি বলেন, ‘৫০ লক্ষ ড্রাফটের নামে একজন নগদ নিয়েছিলেন। বিচার হবে না? শুধু অন্যদের দিকে আঙুল তুলবেন? বাংলার ভোটাধিকার ছেড়েছে মুকুল, পালিয়ে গেছে।
মিছিলের জমায়েত নিয়ে এদিন বিজেপিকে কটাক্ষ করেন কুণাল। বলেন, ‘কোনও দূরের বাস নেই, স্থানীয়দের জমায়েত। মেচেদা স্টিকার দেওয়া বাস নিয়ে মিছিল করতে হয়নি।
তৃণমূল মুখপাত্রের পূর্বাভাস, এবার ২৯৪টির মধ্যে ২২৫টি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)