WB Election 2021 LIVE: লোকসভায় উত্তরবঙ্গে আমি গো-হারা হেরেছি, এবার আমায় ফেরাবেন না, শিলিগুড়ির জনসভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
West Bengal Assembly Election 2021 LIVE Updates: রাজ্যে ৩ জন জেড ক্যাটিগরির নিরাপত্তা পান। এঁরা হলেন, রাজ্যপাল, বাবুল সুপ্রিয় ও শুভেন্দু অধিকারী। এবার সেই তালিকায় জুড়ল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম।
LIVE
Background
হাওড়া: অমিত শাহ না এলেও, আজ হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা হবে। উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি। ভার্চুয়াল সভায় দিল্লি থেকে ভাষণ দেবেন অমিত শাহ। সকাল থেকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এই যোগদান মেলায় আসার কথা ছিল অমিত শাহর। দিল্লি বিস্ফোরণের পর কর্মসূচি পরিবর্তন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজেপি সূত্রের খবর, এদিনের সভায় উপস্থিত থাকতে চলেছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বাকিরা। তার আগে, রাজীব দাবি করেন, এদিনের সভায় যোগ দেবেন আরও অনেকে।
গতকাল, দিনভর নাটকীয় পট পরিবর্তনের পর দিল্লিতে অমিত শাহর বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ-সহ ৬ জন। ট্যুইট করে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার রুদ্রনীল ঘোষ বাদে বাকি পাঁচজনকে নিয়ে দিল্লি পৌঁছয় বিশেষ চার্টার্ড বিমান। সকলেই পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে।
দেরি হয়ে যাওয়ায় অন্য বিমানে পরে দিল্লি পৌঁছন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি পরে বৈঠকে যোগ দেন। সেখানে প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়।
এরপর সরকারিভাবে গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন বনমন্ত্রী ও ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তৃণমূল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। রানাঘাটের সদ্য অপসারিত পুর-প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।
এরপর প্রথমে রাজীব বন্দ্যোপাধ্যায় ও তারপর একে একে সকলকে উত্তরীয় পরিয়ে বিজেপিতে স্বাগত জানান অমিত শাহ। দলে যোগ দিয়েই তৃণমূলকে আক্রমণ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পর এদিন তৃণমূলকে বিঁধতে ছাড়েননি বাকিরাও।
West Bengal Election 2021: ইঙ্গিত ছিলই আগেই...এবার ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ব্যাপক রদবদল করা হল! অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একসঙ্গে সরানো হল....অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও এবং ডেপুটি সিইওকে।
WB Election 2021: বিধানসভা ভোটের আগে প্রচারে ঝড় তুলতে রাজ্যজুড়ে রথযাত্রার সিদ্ধান্ত বিজেপির
West Bengal Election 2021: হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে বাংলায় রথযাত্রায় ফিরছে বিজেপি ৷ রাজ্যের পাঁচ জায়গা থেকে বিজেপির পাঁচটি রথ ছুঁয়ে যাবে ২৯৪টি বিধানসভা কেন্দ্র ৷ রথে থাকবেন অমিত শাহ, জে পি নাড্ডার মতো বিজেপির শীর্ষ নেতারা ৷
নজর মতুয়া ভোটে, অমিত শাহের সভা বাতিল হতেই এবার আসরে নামল তৃণমূল
WB election 2021 News: দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়ে গিয়েছে মতুয়া ঠাকুরবাড়ি লাগোয়া মাঠে অমিত শাহর শনিবারের সভা ৷ যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভপ্রকাশ করেছেন মতুয়াদের একাংশ! এক মতুয়া ধর্মাবলম্বীর কথায়, ‘‘আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই, কিন্তু উনি এলেন না ৷’’
West Bengal Election 2021: সোমবার দলীয় নেতৃত্বকে ইস্তফা পত্র পাঠিয়ে দেওয়ার পর ক্ষোভ উগরে দেন দীপক হালদার। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন আমি দলে কাজ করতে পারছিলাম না, একাধিকবার জানিয়ে উপরমহল কোনও সমাধানের চেষ্টা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছাড়া আমাকে কোনও সভায় ডাকা হত না। বিভিন্নভাবে আমি অপমানিত হয়েছি। আমার মনে হয়েছে, আর এভাবে থাকা সম্ভব নয়। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিলাম।’’