এক্সপ্লোর
৭ অগাস্ট রাজ্যের জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ, ঘোষণা শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জয়েন্টের ফল প্রকাশিত হবে অনলাইনে।

ফাইল ছবি
কলকাতা: ৭ অগাস্ট রাজ্যের জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ। পরীক্ষার প্রায় ৬ মাসের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে। কাউন্সেলিং পর্ব পুরোটাই হবে অনলাইনে, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি আরও জানিয়েছেন, জয়েন্টের ফল প্রকাশিত হবে অনলাইনে। কখন ফল প্রকাশ করা হবে, সেটা আধিকারিকরাই ঠিক করবেন। এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। একাদশ শ্রেণি ও কলেজে স্নাতক স্তরে ভর্তির দিনও ঠিক হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতিতে জয়েন্টের ফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এতদিন জল্পনা চলছিল। আজ সেই জল্পনার অবসান হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















