West Bengal Legislative Assembly Update: বিধানসভায় তিন কৃষি বিরোধী আইন প্রস্তাব পাশ, বাতিল না করলে পদত্যাগ করুক কেন্দ্র, দাবি মমতার
WB Legislative Assembly: এদিন বিশেষ প্রস্তাবের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'এতদিন হয়ে গেল কৃষকদের সমস্যার সুরাহা করা গেল না! প্রধানমন্ত্রীর উচিত সব দলকে নিয়ে বৈঠক করে এই আইন বাতিল করা।'
কলকাতা: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নয়া তিন কৃষি আইন বাতিলের দাবি এবং সিংঘু সীমানায় আন্দোলনরত কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে আজ, বৃহস্পতিবার বিধানসভায় বিশেষ প্রস্তাব পাশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেখানেই গত দু’মাস ধরে চলতে থাকা কৃষক আন্দোলন ও সেই সূত্রে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা-সহ গোটা দিল্লিতে যে অশান্তি দানা বেঁধেছে, তার জন্য মোদি সরকারকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় বিশেষ প্রস্তাবের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'এতদিন হয়ে গেল কৃষকদের সমস্যার কোনও সুরাহা করা গেল না! প্রধানমন্ত্রীর উচিৎ সব দলকে নিয়ে বৈঠক করে এই আইন বাতিল করা।'
কেন্দ্রের ৩ কৃষি আইন বাতিলের দাবি মমতার। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাতিল না করলে পদত্যাগ করুক কেন্দ্র সরকার ৷ কৃষি আইন বিরোধী প্রস্তাবে সমর্থন করুন ৷ আমাদের মধ্যে আদর্শগত মতবিরোধ থাকতে পারে ৷ কিন্তু চাষিদের স্বার্থে আসুন এই প্রস্তাবকে সমর্থন করি৷’’ বাম-কংগ্রেসের কাছে এমনটাই আবেদন মুখ্যমন্ত্রীর ৷ তিনি এদিন আরও বলেন, ‘‘ কর্পোরেট ঋণ যদি মকুব হতে পারে ৷ কৃষকদের ঋণও মকুব করতে হবে ৷ আন্দোলনকারী কৃষকদের দেশদ্রোহী বললে মানব না ৷ কৃষকদের দেশদ্রোহী বললে দেশের মানুষ রুখে দাঁড়াবে ৷ দিল্লির ঘটনার জন্য পুলিশই দায়ী ৷ কৃষকরা লালকেল্লা দখল করতে গেছে বিশ্বাস করি না ৷ দিনের পর দিন অনেক কষ্টের মধ্যে দিয়ে কৃষকরা আন্দোলন করছেন ৷’’
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেন, কৃষকদের পাশে আমরা আছি। আমরা মনে করি, কেন্দ্র যে বিল এনেছে তাতে কৃষকদের স্বার্থহানি হবে। কৃষি বিলের বিরোধিতা করতে হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কৃষকরা যে আন্দোলন করছে তা অন্যায়ভাবে দমন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন সমস্ত বিরোধীদলের কাছে কৃষকদের পাশে দাঁড়ানোর আবেদন জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, নীতিগতভাবে বিরোধ থাকতে পারে কিন্তু এই মুহূর্তে সকলে মিলে কৃষকদের পাশে দাঁড়ানো উচিৎ।