West Bengal News Live Updates: বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চুরি গবেষণার দুর্মূল্য যন্ত্রাংশ
Fuel price in Kolkata unchanged. | পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত সানি খান।

Background
দীপক ঘোষ, রুমা পাল ও ঊজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুকুল রায়। প্রতিবাদে এবার বিধানসভার আটটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির আট বিধায়ক। পদত্যাগ করলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে, কার্শিয়ংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। পদত্যাগের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যান বিজেপি বিধায়করা।
বিরোধী দলনেতা বলেন, ‘মুকুল রায় তৃণমূলের উত্তরীয় পরে যোগ দিয়েছেন। এই ভিডিও সবার কাছে আছে। ট্যুইটার অ্যাকাউন্টে নীল টিক। অর্থাত্, ভেরিফায়েড। সেখানে এআইটিসি নেতা হিসেবে ট্যুইট করছেন। অধ্যক্ষ ৯ তারিখ মুকুলকে বেছে নেন। দলত্যাগবিরোধী আইনে অভিযুক্ত মুকুল। ১৬ তারিখ শুনানি আছে। এ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছি। রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষকেও জানাব।’
বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করার পরই সেই ছবি আপলোড করে ট্যুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বিরোধী বিধায়কদের প্রতিনিধি দল রাজভবনে দেখা করতে আসে। পিএসি চেয়ারম্যান পদ নিয়ে কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।’
তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে রাজপ্যালের সাক্ষাৎকে গুরুত্ব দিতে নারাজ। এ বিষয়ে বিধানসভায় তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায় বলেছেন, ‘বিধানসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র অধ্যক্ষই। রাজ্যপালের কাছে গিয়ে কী হবে?’
সবমিলিয়ে পিএসি বিতর্ক এখন তুঙ্গে।
অন্যদিকে, ভবানীপুর, খড়দা-সহ ৭ কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চায় তৃণমূল। এই দাবি নিয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন ৬ তৃণমূল সাংসদ। টিকাকরণ সম্পূর্ণ হওয়ার আগেই ভোট নিয়ে এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এদিকে, দ্রুত পুরভোট চেয়ে ডেপুটেশন দিল বাম-নেতৃত্ব। অবিলম্বে পুরভোট করানোর দাবিতে মঙ্গলবার সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয় বামেরা।
West Bengal News Live Updates: বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চুরি গবেষণার দুর্মূল্য যন্ত্রাংশ
বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চুরি গবেষণার দুর্মূল্য যন্ত্রাংশ। সিভিল ইঞ্জিনিয়ারিং ও বাংলা বিভাগে চুরি। ল্যাবরেটারি থেকে একাধিক যন্ত্রাংশ চুরির অভিযোগ। বাংলা বিভাগে ৩টি ঘরের তালা ভেঙে কম্পিউটার চুরি। যাদবপুর থানায় অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের। ঠিক কী কী চুরি গিয়েছে, দুই বিভাগের অভিযোগের ভিত্তিতে তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
WB News Live Updates:কেশিয়াড়িতে বিজেপি নেতাকে সামাজিক বয়কটের অভিযোগ
কেশিয়াড়িতে বিজেপি নেতাকে সামাজিক বয়কটের অভিযোগ। বিজেপি করায় সামাজিক বয়কটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।সপরিবারে বিজেপি নেতাকে সামাজিক বয়কটের অভিযোগ। সালিশি সভায় ৮ লক্ষ টাকা দাবি, না দিতে পারায় চাপ । চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা, দাবি বিজেপি নেতার।মিথ্যে অভিযোগ করছেন বিজেপি নেতা, পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি





















