West Bengal News Live Updates: রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৭৯টি স্কুল,পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় সিদ্ধান্ত সরকারের
WB News Live Updates: সিএএ (CAA) কার্যকর করতে দ্রুত পদক্ষেপ করুন। প্রধানমন্ত্রীর (Prime Minister) কাছে গিয়ে আর্জি রাজ্য বিজেপির। সুকান্ত মজুমদারের দাবি, প্রধানমন্ত্রী এ ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেছেন।
LIVE
Background
কলকাতা: রাজ্যে আবার ঘূর্ণিঝড়ের (Cyclone Jawad)চোখরাঙানি। আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, বাংলায় আছড়ে না পড়লেও, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rain) হবে দক্ষিণবঙ্গের (South Bengal)বিভিন্ন জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বিপদ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। অঘ্রাণ ফসল তোলার মাস। ঝড়বৃষ্টিতে ফসলের বড়সড় ক্ষতির আশঙ্কা দানা বাঁধছে।
আলিপুর আবহওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মুহূর্তে অবস্থান হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ। আছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। পূর্বাভাস যেটা দিচ্ছি, প্রাথমিকভাবে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরেকটু ঘনীভূত হবে। ৩ তারিখ নিম্নচাপ তৈরির ২৪ ঘণ্টা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।’
সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘৪ তারিখ পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি উপকূলবর্তী জেলাগুলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৫ তারিখ বৃষ্টি আরেকটু বাড়বে। উপকূলবর্তী জেলা, দুই মেদিনীপুর , দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৪ তারিখ সকাল থেকে ঝোড়া হাওয়া শুরু হবে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ৪৫-৫৫ কিলোমিটার থাকতে পারে। গাস্টিং ৬৫ কিমি। বাড়বে ৬০-৭০ কিমোলিটার বেগে। গাস্টিং ৮০ কিমি। সন্ধের পর থেকে চলবে ১২ ঘণ্টার জন্য।’
আবার ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। অভিমুখ বাংলার দিকে না হলেও, তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার লাগোয়া আন্দামান সাগর এলাকায় তৈরি নিম্নচাপ নিজের শক্তি বাড়তে বাড়াতে শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছবে।
বঙ্গোপসাগরের ওই নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নামকরণ করেছে সৌদি আরব। ‘জাওয়াদ’ শব্দের অর্থ - উদার বা মহান। কিন্তু এই উদার ঘূর্ণিঝড়ের আশঙ্কাতেই এখন ঘুম ছুটেছে সবার। এ রাজ্যে আছড়ে না পড়ার পূর্বাভাস থাকলেও উদ্বেগ বাড়ছে বাংলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে।
মুম্বই থেকে ফিরেই নবান্নে আপৎকালীন বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ১২টি জেলায় এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। জেলাগুলিতে পাঠানো হচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের টিম। ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদের সঙ্গে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।
West Bengal News Live Updates:রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৭৯টি স্কুল,পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় সিদ্ধান্ত সরকারের
রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৭৯টি স্কুল।পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় সিদ্ধান্ত সরকারের।পড়ুয়া শূন্য স্কুল থেকে ৩১১ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত।
ইতিমধ্যে ১৭০ জনের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের।আপাতত বন্ধ হওয়া স্কুলগুলি জুনিয়র হাই থেকে হাইস্কুল।স্কুলগুলির ভবিষ্যৎ কী হবে আলোচনা করে সিদ্ধান্ত, খবর সূত্রের
WB News Live Updates: ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদের
ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদের। রবিবার দুপুরে পুরীর কাছে পৌঁছে শক্তিক্ষয় করবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।বাংলায় ঢোকার আগেই শক্তি হারিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। গভীর নিম্নচাপ হয়ে সুন্দরবনের উপর দিয়ে ঢুকবে বাংলাদেশে।
West Bengal News Live Updates: কন্যাসন্তানের জন্ম দেওয়ায় নার্সিংহোমে স্ত্রীকে নিতেই এলেন না স্বামী, অমানবিক অভিযোগ মালদায়
কন্যাসন্তানের জন্ম দেওয়ায় নার্সিংহোমে স্ত্রীকে নিতেই এলেন না স্বামী। এমনই অমানবিক অভিযোগ উঠেছে মালদায়। ২২ দিন পর মা ও সন্তানের ঠাঁই হল হোমে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, জানিয়েছেন মালদার পুলিশ সুপার।
WB News Live Updates: ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় জমিতে পাকা ধান কেটে নেওয়ার বার্তা হরিশ্চন্দ্রপুরে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ।মালদার হরিশ্চন্দ্রপুরে জেলা কৃষি দফতরের তরফে চাষিদের সতর্ক করা হয়। মাইকে প্রচার করা হয়, যাঁদের জমিতে পাকা ধান রয়েছে, তাঁরা যেন আগামীকালের মধ্যে ধান কেটে নেন। আলুর বীজ যাঁরা রোপণ করেননি, তাঁদের ৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
West Bengal News Live Updates: অশোকনগর-কল্যাণগড় পুরসভায় গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, অস্বস্তিতে তৃণমূল
বকেয়া পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগে অশোকনগর-কল্যাণগড় পুরসভায় গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে তৃণমূল। পুরসভায় বিধায়কের ডাকা বৈঠকে ছিলেন না প্রশাসক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।