সুইচ টিপলেই ম্যাজিক! ট্রেনের এসি কামরার জানালায় এবার যুক্ত হল এই বিশেষ স্বয়ংক্রিয় ব্যবস্থা
রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, এর জন্য জানালায় ব্যবহার করা হয়েছে Polymer dispersed liquid crystal বা পিডিএলসি। ইতিমধ্যেই হাওড়া, নয়াদিল্লির বেশ কয়েকটি এসি স্পেশাল ট্রেনে পরীক্ষামূলক প্রয়োগও করা হয়েছে।
অরিত্রিক ভট্টাচার্য,কলকাতা: করোনা আবহে সরেছিল ট্রেনের পর্দা। কিন্তু করোনাকে ঠেকাতে গিয়ে ঠেকানো যাচ্ছিল না রোদ। প্রভাব পড়ছিল ব্যক্তিগত পরিসরে। নাজেহাল হচ্ছিলেন যাত্রীরা।
তাই তাঁদের কথা ভেবে ভারতীয় রেলের এসি কামরার জানালায় যুক্ত হল বিশেষ স্বয়ংক্রিয় ব্যবস্থা।
রেল সূত্রে খবর, করোনার সংক্রমণ থেকে যাত্রীদের বাঁচাতে বালিশ, কম্বলের পাশাপাশি বাদ পড়েছিল পর্দা। এখন চাইলে বালিশ-কম্বল নিতে পারেন যাত্রীরা কিন্তু পর্দা ফেরেনি। তার ফলে নানা অভিযোগ উঠছিল। তাই জানালায় যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। সুইচ টিপলেই স্বচ্ছ জানালার কাচ পরিণত হবে ঘসা কাচে। ফের সুইচ টিপলেই আবার আগের মতো হবে।
রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, এর জন্য জানালায় ব্যবহার করা হয়েছে Polymer dispersed liquid crystal বা পিডিএলসি। ইতিমধ্যেই হাওড়া, নয়াদিল্লির বেশ কয়েকটি এসি স্পেশাল ট্রেনে পরীক্ষামূলক প্রয়োগও করা হয়েছে।
অন্যদিকে ভারতীয় রেলের মতো স্মার্ট হচ্ছে বাস পরিষেবাও। করোনা পরিস্থিতিতে গণপরিবহণের ব্যবহার কমেছে। সেই দিকে আগ্রহ ফেরাতে বিশেষ অ্যাপ তৈরি করল রাজ্য পরিবহণ নিগম। এর মাধ্যমে বাড়ি থেকেই দূরপাল্লার বাতানুকূল বাস, বিশেষ ট্রাম ও জলযানে ভ্রমণের টিকিট কাটা যাবে। এমনকি পুজোর সময়ে মণ্ডপ ঘুরতে বিশেষ বাস পরিষেবা বা গঙ্গাবক্ষে বিসর্জন দেখার জন্য ভেসেলে আসন সংরক্ষণের সুযোগও মিলবে এই অ্যাপে। তবে শহর থেকে প্রতিদিন স্বল্প দূরত্বের রুটের বাসের টিকিট কাটা যাবে না এই অ্যাপ থেকে।