এক্সপ্লোর
Advertisement
অতিরিক্ত বাড়াবাড়ি ঠিক নয়! তানিস্কের বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন অমিত শাহ, ধন্যবাদ দিলেন কংগ্রেস নেতা
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও তানিস্কের বিজ্ঞাপনের বিরুদ্ধে ঝড় তোলা লোকজনের উদ্দেশে বার্তা দেন, এধরনের ছোট ছোট ঘটনায় আমাদের দেশের সামাজিক সম্প্রীতি ভাঙা যাবে না। আমার বিশ্বাস, কোনও কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
নয়াদিল্লি: মুসলিম বাড়িতে হিন্দু পুত্রবধূর হাসিখুশি থাকার বিজ্ঞাপন দেখিয়ে সোস্য়াল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের জেরে তানিস্কের তা তুলে নেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দিলেন অমিত শাহ। টাইটানের তানিস্কের ওই জুয়েলারির বিজ্ঞাপনে দেখানো হয়েছে, হিন্দু আচার মেনে ঘরের গর্ভবতী বউয়ের ধুমধাম করে বেবি শাওয়ার বা সাধ অনুষ্ঠানের আয়োজন করছে মুসলিম শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু একাত্মম সিরিজের অ্য়াডটি শেষ পর্যন্ত তুলে নিতে হয় তানিস্ককে। ধর্মের বিভেদ ঘুচিয়ে শাশুড়ি, বউমার সম্প্রীতির সম্পর্ককে ‘মেকী ধর্মনিরপেক্ষতা’, ‘লাভ জিহাদ’ তকমা দিয়ে সোস্যাল মিডিয়ায় জোর প্রচার চলে। তানিস্ককে বয়কটের দাবি ওঠে। শেষ পর্যন্ত ইউটিউব থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেয় তানিস্ক।
Well done Mr @AmitShah ! Thanks! India cannot afford this nonsensical rubbish. We are one. And will always be. https://t.co/VtLGOAs7CK
— Sanjay Jha (@JhaSanjay) October 19, 2020
এর বিরুদ্ধে অনেকেই বলেন, এভাবে দেশের সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার কাঠামোটিকে আঘাত করা হচ্ছে। কেউ বলেন, এমন বিজ্ঞাপনে কীসের অসুবিধা? সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও তানিস্কের বিজ্ঞাপনের বিরুদ্ধে ঝড় তোলা লোকজনের উদ্দেশে বার্তা দেন, এধরনের ছোট ছোট ঘটনায় আমাদের দেশের সামাজিক সম্প্রীতি ভাঙা যাবে না। আমার বিশ্বাস, কোনও কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা সঞ্জয় ঝা ট্যুইট করেন, দারুণ বলেছেন শ্রী অমিত শাহ! ধন্যবাদ। ভারত এই বিচারবোধহীন আচরণ মানতে পারে না। আমরা এক। সবসময় তাই থাকবও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও মিশ্র প্রতিক্রিয়া হয়েছে সোস্যাল মিডিয়ায়। অনেকেই তাঁর প্রতিক্রিয়ায় উষ্মা প্রকাশ করেছেন, আবার সন্তুষ্ট হয়েছেন অনেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement