Bangladesh News: ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দু-দেশে আটক মৎসজীবীদের আদান-প্রদান | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই কাল দু-দেশে আটক মৎসজীবীদের আদান-প্রদান । বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ মৎস্যজীবী । ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ৯০ মৎস্যজীবী । আজ কাকদ্বীপ থেকে ১২ বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয় । পারাদ্বীপ থেকে ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হচ্ছে । বাংলাদেশ ইতিমধ্যেই ৯৫ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে । নিজেদের ট্রলার নিয়ে বাড়ি ফিরবেন তাঁরা
আরও খবর...
পুরসভার চেয়ারম্যানকে মারতেই মুর্শিদাবাদে বোমার ভাণ্ডার? তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণের পরেই চাঞ্চল্যকর অভিযোগ পুরপ্রধানের। 'পুরসভার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিহিংসাতেই হামলার ছক', বিস্ফোরণে আহতের তৃণমূল যোগ সামনে আসতেই দাবি পুরপ্রধান ইন্দ্রজিৎ ধরের।
মালদায় তাড়া করে তৃণমূল নেতাকে খুনে এখনও রহস্য। কেন খুন? মাস্টারমাইন্ড কে? ৫জনের গ্রেফতারির পরেও রহস্য। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও ২জন গ্রেফতার। দুষ্কৃতীদের গুলিতে ঝাঝরা তৃণমূল নেতা, ২দিন পরেও ধোঁয়াশা। তৃণমূল নেতার বাড়ির কাছেই ধৃত অমিত রজকের বাড়ি
আরেক অভিযুক্ত অভিজিৎ ঘোষের বাড়ি ইংরেজবাজারে। ধৃতরা আততায়ীদের থাকা, বাইকের ব্যবস্থা করেছিল বলে অভিযোগ। 'হামলার পরে কীভাবে চম্পট, তাও ঠিক করে দিয়েছিল অভিজিৎ-অমিত', খুনে ব্যবহৃত অস্ত্র লোপাটেও সাহায্য করেছিল ২জন, দাবি পুলিশের। কিন্তু কেন খুন? নেপথ্যে কার হাত? গোষ্ঠীদ্বন্দ্ব হলে, কাদের সঙ্গে? মালদায় বাড়ির কাছেই তৃণমূলকে নেতাকে তাড়া করে খুনে এখনও রহস্য।