তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার শ্যামনগরে, মাথা ফাটল অর্জুন সিংহের
প্রতিবাদে শ্যামনগরে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুরের ঘোষপাড়া রোড ও ওয়্যারলেস মোড়ে পথ অবরোধ বিজেপির। সার্কাস মোড় অবরোধ তুলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট। মাঝে পড়ে আহত অর্জুন সিংহ।
শ্যামনগর: উত্তর ২৪ পরগনার শ্যামনগরের ফিডার রোডে তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে ধুন্ধুমার। অর্জুন সিংহর গাড়ি ভাঙচুর। প্রতিবাদে শ্যামনগরে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুরের ঘোষপাড়া রোড ও ওয়্যারলেস মোড়ে পথ অবরোধ বিজেপির। সার্কাস মোড় অবরোধ তুলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট। মাঝে পড়ে আহত অর্জুন সিংহ। মাথা ফাটল অর্জুন সিংহের। ঘটনার সূত্রপাত বিজেপির কার্যালয় দখলকে কেন্দ্র করে। অভিযোগ, আজ ওই কার্যালয় দখল করে নেয় তৃণমূল। এনিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেধে যায়। এলাকায় গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের সামনেই ক্ষোভপ্রকাশ করেন বিজেপি সাংসদ। তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, লোকসভা ভোটের পর ব্যারাকপুরে তৃণমূলের ৩০০ কার্যালয় দখল করেছে বিজেপি। ফের সেগুলি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। বিজেপি কর্মীরাই দলীয় সাংসদের গাড়িতে হামলা চালিয়েছে বলে দাবি তৃণমূল নেতার।