LIVE UPDATE: তৃণমূলের নয়া কর্মসূচি 'বাংলার গর্ব মমতা', 'দিল্লিতে পরিকল্পিত গণহত্যা...আইন হাতে তুলে নেবেন না': নেতাজি ইন্ডোরের সভায় আর্জি মমতার
LIVE
Background
কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে পুরভোট। এই পরিস্থিতিতে জনসংযোগের লক্ষ্যে সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের নতুন কর্মসূচির ঘোষণা করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটকৌশলী পিকের হাত ধরেই করা হবে ঘোষণা। এতে যুক্ত হবেন ১ লক্ষ তৃণমূল নেতা-কর্মী। কাকে কোন দায়িত্ব পালন করতে হবে, সোমবারই তা জানাবেন তৃণমূলনেত্রী।
রবিবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শহিদ মিনার ময়দানের সভা থেকে রাজ্য বিজেপির জন্য নতুন কর্মসূচির সূচনা করেন অমিত শাহ। ২৪ ঘণ্টা পর সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূলের নতুন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা তৃণমূলের।
জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে রাজ্যজুড়ে ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। যুক্ত হবেন তৃণমূলের সর্বস্তরের লক্ষাধিক পদাধিকারী।
সম্পূর্ণ কর্পোরেট ধাঁচে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় আমন্ত্রিত নেতা, কর্মীদের প্রত্যেকের জন্য থাকছে নির্দিষ্ট বসার জায়গা। ব্যবস্থাপনার দায়িত্বে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার কর্মীরা।
গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির আসন এক লাফে ২ থেকে বেড়ে দাঁড়ায় ১৮।
এরপরই জনসংযোগ পুনরুদ্ধারের লক্ষ্যে গত জুন মাস থেকে শুরু হয় ‘দিদিকে বলো’ কর্মসূচি। এবার পুরভোটের আগে জনসংযোগ বাড়াতে সম্পূর্ণ নতুন রাজনৈতিক কর্মসূচির সূচনা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এই কর্মসূচির একটি নামকরণও করবেন তিনি।