Top News 3 June : বালেশ্বর দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০০ পার, আহত তিন শতাধিক, আরও খবর
ট্রেন দুর্ঘটনার ভয়াবহ ছবি। মালগাড়ির বগির ওপরে উঠে গেল করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : সাঁইথিয়াকাণ্ডের স্মৃতি ফিরল বালেশ্বরে! ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বহু মানুষ! লাইনচ্য়ুত হল দুটি ট্রেনের ১৭টা কামরা।
তছনছ করমণ্ডল এক্সপ্রেস : সংঘর্ষের তীব্রতায় পাশে দাঁড়ানো মালগাড়ির বগির ওপরে ছিটকে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের বগি। করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ কামরা লাইনচ্য়ুত হয়! খেলনার মতো উল্টে পাল্টে যায় কামরাগুলো।
লাইনচ্য়ুত ১৫ বগি : বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের দুটো কামরা লাইনচ্য়ুত হয়। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, প্রচণ্ড গতিতে এসে লাইনচ্য়ুত সেই দুটি কামরায় ধাক্কা মারে। ধাক্কার চোটে করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা লাইনচ্য়ুত হয়।
ট্রেনের অন্দরে মৃত্য়ুপুরী : সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি।
কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।
চালু হেল্পলাইন : দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217
খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339
বালেশ্বরের হেল্পলাইন নম্বর - 8249591559, 7978418322
শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746
চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771
ট্রেন দুর্ঘটনায় হয়রানি : শুক্রবার সন্ধের এই ভয়াবহ দুর্ঘটনার জেরে, হাওড়া ও শালিমার থেকে বাতিল করা হয় একাধিক ট্রেন। তার জেরে বিপাকে পড়েন বহু যাত্রী।
ক্ষতিগ্রস্তদের সাহায্য : রেলমন্ত্রী মৃতের পরিবার প্রতি ১০ লক্ষ টাকা, গুরুতর জখম যাত্রীদের ২ লক্ষ টাকা
এবং কম আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্য।
শোকাহত প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে লিখেছেন, ওড়িশার ট্রেন দুর্ঘটনার খবরে শোকাহত। এই শোকের মুহূর্তে ভুক্তভোগী পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সেরে উঠুন। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খবর নিয়েছি। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছোচ্ছে। দুর্ঘটনাগ্রস্তদের সবরকম সাহায্য় করা হবে।
উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী : মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, বালেশ্বরের কাছে মালগাড়ির সঙ্গে শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে, বহু মানুষের আহত হওয়ার খবরে উদ্বিগ্ন। আমরা ওড়িশা সরকার এবং দক্ষিণ-পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ রাখছি।
রাহুলের শোকজ্ঞাপন : কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও ট্যুইটারে লিখেছেন, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, আহতদের দ্রুত আরোগ্য় কামনা করি। উদ্ধারকাজে সবরকম সাহায্য় করতে, কংগ্রেসের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন রাহুল।