কাঠুয়ায় ট্রাক থেকে ৬টি কালাশনিকভ রাইফেল, গুলি উদ্ধার পুলিশের, গ্রেফতার ৩ জয়েশ জঙ্গি
জম্মু-পঞ্জাব লাগোয়া লখনপুর সীমান্তের কাছে কাঠুয়া জেলায় একটি ট্রাকের মধ্যে থেকে ৪টি একে-৫৬ ও ২টি একে-৪৭ রাইফেল, ৬টি ম্যাগাজিন ও ১৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শ্রীনগর: জম্ম-কাশ্মীরে বড় নাশকতার ছক ফাঁস করল নিরাপত্তাবাহিনী। ট্রাকের মধ্যে দিয়ে এক-৪৭ রাইফেল চালান করার সময় তিন জঙ্গিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, জম্মু-পঞ্জাব লাগোয়া লখনপুর সীমান্তের কাছে কাঠুয়া জেলায় একটি ট্রাকের মধ্যে থেকে ৪টি একে-৫৬ ও ২টি একে-৪৭ রাইফেল, ৬টি ম্যাগাজিন ও ১৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত হয়েছে নগদ ১১ হাজার টাকা। এই ঘটনায় ৩ জয়েশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার শ্রীধর পাতিল এই খবর জানান।
SSP Kathua: A truck carrying arms and ammunition has been recovered in Kathua, more details are awaited. #JammuAndKashmir https://t.co/LRfKQi3c3P pic.twitter.com/nvVTi2AcPg
— ANI (@ANI) September 12, 2019
জানা গিয়েছে, ট্রাকটি অমৃতসর থেকে কাশ্মীরে যাচ্ছিল। কার জন্য অস্ত্রগলি পাঠানো হচ্ছিল, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে। পাশাপাশি, ধৃতদের পরিচয় জানারও চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রাকটি সুহিল লাটু নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত। চালকের নাম জাভিদ দার। সে পুলওয়ামার বাসিন্দা। এদিকে, এই ঘটনায় পাকিস্তানকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। কাশ্মীরে সন্ত্রাসবাদে ক্রমাগত মদত দেওয়ার জন্য তিনি টুইটারে পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেন, পাক-মদতপুষ্ট সন্ত্রাসের অপকর্ম চলেছেই। কাঠুয়ার এসএসপি জানিয়েছেন, এদিন ট্রাকের মধ্য দিয়ে চালান হওয়ার সময়ে একে-৪৭ রাইফেল ও গুলি উদ্ধার হয়েছে।
#Pakistan sponsored terror continues to be up to mischief. According to SSP #Kathua ( #Jammu & #Kashmir ): A truck carrying arms and ammunition has been recovered in Kathua, more details are awaited. pic.twitter.com/3epdqfznJs
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) September 12, 2019






















