Delhi Metro Viral Video: দিল্লি মেট্রোয় দুই তরুণীর অন্তরঙ্গ হোলি খেলা, ভাইরাল ভিডিও নিয়ে চূড়ান্ত বিতর্ক নেটদুনিয়ায়
Girls Playing Holi at Delhi Matro: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। এখন রিল তৈরি করা ভীষণ স্বাভাবিক। তবে দুই তরুণীর এই হোলি খেলা নিয়ে এখন বিতর্ক চলছে নেটদুনিয়া জুড়ে।
নয়াদিল্লি: আর মাত্র ১দিন পরেই রঙের উৎসব। বসন্তের আমেজে যেমন সেজেছে প্রকৃতি, তেমনই পথেঘাটে চোখে পড়ছে আগাম হোলি উদযাপনের ছবিও। স্কুল-কলেজের তরুণ-তরুণী থেকে শুরু করে অফিস ফেরত অনেকের গালেই দেখা যাচ্ছে আবিরের ছোঁয়া। কেবল পশ্চিমবঙ্গ কেন.. গোটা দেশের ছবিটাই প্রায় এমন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনেকে শেয়ার করে নিচ্ছেন রং খেলার বিভিন্ন রিল বা শর্ট ভিডিও। তবে সদ্য দিল্লি মেট্রোর ভিতরে শ্যুট করা একটি রিল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর তাতেই নিন্দায়, বিতর্কে সরব হয়েছেন সবাই। এমন কি রয়েছে সেই রিলে?
সোশ্যাল মিডিয়ায় যে রিলটি ভাইরাল হয়েছে, সেই রিলটি শ্যুট করা দিল্লি মেট্রোর ভিতরে। দেখা যাচ্ছে, মাটিতে বসে রয়েছেন দুই তরুণী। দুজনের পরণেই সাদা সালোয়ার কামিজ, সামনে রাখা নীল আবির। 'রামলীলা' (Ramleela) ছবির জনপ্রিয় গান 'অঙ্গ লাগা দে রে'-র তালে একে অপরকে আবির মাখিয়ে দিচ্ছেন দুই তরুণী। শুধু তাই নয়, একে অপরের ঘনিষ্ঠ হচ্ছেন তাঁরা। কখনও শুয়ে পড়ছেন মেট্রোর মাটিতেই, কখনও আবার একে অপরের কোলে। তাঁদের নাচের ভঙ্গিকে বেশ দৃষ্টিকটূ বলেই মনে করেছে নেটদুনিয়া। যেখানে দিল্লি মেট্রোর মাটিতে বসা নিয়ে কড়া নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে কীভাবে এমন ভিডিও শ্যুট করা হল, সেই প্রশ্নই তুলছেন অনেকে। সোশ্যাল মিডিয়া ভরেছে বিরূপ মন্তব্যে। অনেক নেটাগরিকই এই ভিডিওকে 'অসহ্য' বলে মন্তব্য করেছেন। অনেকে আবার 'DMRC'-এর উদ্দেশে দাবি জানিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়ার জন্য।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। সোশ্যাল মিডিয়ায় এখন রিল তৈরি করা ভীষণ স্বাভাবিক। তবে দুই তরুণীর এই হোলি খেলা নিয়ে এখন বিতর্ক চলছে নেটদুনিয়া জুড়ে।
मेट्रो ट्रेन में फिल्मी गाने अंग लगा दे.. गाने पर 2 लड़कियों द्वारा एक दूसरे को गुलाल लगाते सेक्सी पोज खूब हो रहा है वायरल. DMRC नही रोक पा रही है लोगो को.. आखिर क्यों ?? आप बतायें क्या करनी चाहिए DMRC को #dmrc #delhimetro #viralvideo pic.twitter.com/cydkAsJ5Bi
— Abhishek Nayan (ABP News) (@Abhisheknayan81) March 23, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।