UGC NET: ডিসেম্বর ২০২২-র ইউজিসি-নেট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা! ২১ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত পরীক্ষা
Exam Announcement:ডিসেম্বর ২০২২-র ইউজিসি-নেট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ওই পরীক্ষা হবে বলে জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদেশ কুমার।
নয়াদিল্লি: ডিসেম্বর ২০২২-র (December 2022) ইউজিসি-নেট (UGC NET) নিয়ে গুরুত্বপূর্ণ (announcement) ঘোষণা। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ওই পরীক্ষা হবে বলে জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান (chairman) এম জগদেশ কুমার। সংবাদসংস্থা আইএএনএস-কে তিনি জানান, এর মধ্যেই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় চালু হয়ে গিয়েছে। ২৯ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে আগামী ১৭ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে, জানান তিনি।
কী ঘোষণা?
ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-ই পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবে। ভারতের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে 'অ্যাসিসট্যান্ট প্রফেসর' এবং 'Junior Research Fellowship and Assistant Professor'-র জন্য এই পরীক্ষা নেওয়া হয়। কম্পিউটার বেসড মোডে পরীক্ষাটি নেওয়া হয়ে থাকে। মূলত ৮৩টি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা। সবকটি বিষয়ের পরীক্ষার নির্ঘণ্টই দেওয়া হয়ে গিয়েছে ইউজিসি-র সরকারি সাইটে, জানিয়েছেন চেয়ারম্যান।
আর কী?
বুধবার রাতে কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন অর 'কুয়েট'-র সূচি ঘোষণা হয়েছে। আগামী বছরের ১ জুন থেকে ১০ জুন ওই পরীক্ষা হওয়ার কথা। ইউজিসি অনুযায়ী, ওই পরীক্ষার আবেদন পর্ব আগামী মার্চের মাঝামাঝি থেকে শুরু হবে। জগদেশ বলেন, 'কুয়েট-পিজি স্কোরের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার দুরন্ত সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।' এর জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে তার প্রবেশিকার পদ্ধতি জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। ১ অগাস্ট থেকে লেখাপড়া শুরু হওয়ার কথা। তবে শুধু 'কুয়েট-পিজি' নয়, ২০২৩-২৪ সালের শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা ফেব্রুয়ারি, ২০২৩ থেকে। প্রসঙ্গত গত জুলাইতে ২০২১-র ডিসেম্বর এবং ২০২২-র জুনের মেয়াদ মিলিয়ে ইউজিসি-নেট পরীক্ষার নতুন নির্ঘণ্ট ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার প্রথম দফার নির্ঘণ্ট দেওয়া হয়। সে বারও পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি মোডে হওয়ার কথা। তারও আগে, গত বছরের সেপ্টেম্বরে অন্য পরীক্ষার নির্ঘণ্টের সঙ্গে 'সংঘাতের' জেরে পিছিয়ে দেওয়া হল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের মেয়াদ। পরিবর্তিত ঘোষণা অনুযায়ী, ৬-৮ অক্টোবর ও ১৭-১৯ অক্টোবর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। আগের ঘোষণা অনুযায়ী UGC NET-এর এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৬-১১ অক্টোবর। যদিও ১০ অক্টোবর কিছু বড় পরীক্ষার সঙ্গে সঙ্গে একই দিনে পড়ে যায় এই পরীক্ষা। যার ফলে দিন পাল্টাতে বাধ্য হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
আরও পড়ুন:ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত স্বামী, নেপথ্যে কী রহস্য়?
Education Loan Information:
Calculate Education Loan EMI