এক্সপ্লোর
মালদায় বাড়ি থেকে উদ্ধার চতুর্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ
পরিবার দাবি করেছে, টিভিতে ক্রাইম থ্রিলার দেখার শখ ছিল রজনীর। তা অনুকরণ করতে গিয়েই এমন কাণ্ড ঘটিয়েছে সে।

মালদা: মালদার গাজোলের ধুয়াদিঘি এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ছাত্রের বাবা মায়ের দাবি, টিভিতে ক্রাইম থ্রিলার দেখে অনুকরণ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। বছর দশেকের ওই পড়ুয়ার নাম রজনীকান্ত সাহা। পরিবার সূত্রে খবর, গতকাল বাড়িতে ছিলেন না বাবা-মা। ফিরে এসে মা ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎকরা। পরিবার দাবি করেছে, টিভিতে ক্রাইম থ্রিলার দেখার শখ ছিল রজনীর। তা অনুকরণ করতে গিয়েই এমন কাণ্ড ঘটিয়েছে সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















