UPSC Recruitment 2023: ৫৬টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে ইউপিএসসি- র মাধ্যমে, কোন কোন পদে হবে নিয়োগ?
Jobs and Recruitments: ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ অগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।
![UPSC Recruitment 2023: ৫৬টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে ইউপিএসসি- র মাধ্যমে, কোন কোন পদে হবে নিয়োগ? UPSC Recruitment 2023: Apply for 56 Senior Administrative Officer and other posts UPSC Recruitment 2023: ৫৬টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে ইউপিএসসি- র মাধ্যমে, কোন কোন পদে হবে নিয়োগ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/23/7c3955c5631e21f7f5be88c5caa6eb7d1690064283088485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
UPSC Recruitment 2023: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি- র (UPSC) তরফে জানানো হয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার- সহ (Administrative Officer) একাধিক পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ অগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। মোট ৫৬টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছে ইউপিএসসি কর্তৃপক্ষ।
কোথায় কত শূন্যপদ
- এরোনটিকাল অফিসার- ২৬টি শূন্যপদ
- প্রিন্সিপাল সিভিল হাইড্রোগ্রাফিক অফিসার- ১টি শূন্যপদ
- সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্রেড ২- ২০টি শূন্যপদ
- সায়েন্টিস্ট বি- ৭টি শূন্যপদ
- অ্যাসিসট্যান্ট জিওফিজিসিস্ট- ২টি শূন্যপদ
অ্যাপ্লিকেশন ফি
প্রার্থীদের মাত্র ২৫ টাকা জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনও শাখায় নগদ টাকা জমা দিতে পারেন। অথবা যেকোনও ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি Visa/Master/Rupay/Credit/Debit Card/UPI payment- এই পদ্ধতিতেও জমা দেওয়া যাবে টাকা। অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে SC/ST/PwBD/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে।
সময়সীমা বাড়ল আইবিপিএস ক্লার্ক হিসেবে নিয়োগের আবেদন জমা দেওয়ার
ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস কর্তৃপক্ষ ক্লার্ক নিয়োগের জন্য তাদের কমন রিক্রুটমেন্ট প্রসেসে আবেদন করার শেষ তারিখ বা মেয়াদ বাড়িয়েছে। ২৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগে বলা হয়েছিল আবেদন জমা দএয়ার শেষদি ২১ জুলাই। CRP CLERKS-XIII 2023 এই ক্ষেত্রে একাধিক ব্যাঙ্কের মাধ্যমে ক্লার্ক নিয়োগ করা হবে।
অনলাইনেই হবে আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষা। অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জুড়ে চলবে পরীক্ষা। প্রি-এক্সামিনেশন ট্রেনিংও হবে অগস্ট মাসেই। আর সেই মাসেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড। আইবিপিএস ক্লার্ক মেন পরীক্ষা হতে পারে অক্টোবর মাসে। যাঁরা প্রিলিমস পরীক্ষায় পাশ করবেন, তাঁরাই মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে মেন টেস্ট অ্যাডমিট কার্ড পাওয়া যেতে পারে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাস থেকে সফল চাকরিপ্রার্থীদের provisional allocation দেওয়া হবে। প্রিলিমস বা প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের। আর মেন পরীক্ষা হবে ২০০ নম্বরের। এই বছরই হবে পরীক্ষা। বাধ্যতামূলক ভাবে কম্পিউটার সিস্টেমের সঙ্গে সড়গড় ও সাবলীল হতে হবে প্রার্থীদের। কম্পিউটার অপারেট করতে পারার সঙ্গে সঙ্গে কম্পিউটারে কাজ করার দক্ষতাও থাকতে হবে। চার হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)