Uttarakhand Tunnel Rescue: ফের বিকল যন্ত্র! থমকে উদ্ধারকাজ! রাতে থাকছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
Uttarkashi Tunnel Collapse: Auger Machine-এ কিছু সমস্যা হওয়ায় থমকে গিয়েছে সুড়ঙ্গ খুঁজে পাইপ বসানোর কাজ। সেই যন্ত্র দ্রুত সারাই করার কাজ হচ্ছে
নয়াদিল্লি: আর মাত্র কয়েকমিটার ড্রিলিং বাকি। তাহলেই নাগাল পাওয়া যাবে সুড়ঙ্গ ধসে আটকে পড়া শ্রমিকদের। কিন্তু সেই সামান্য কিছু ধাপেই বারবার থমকে যাচ্ছে উদ্ধারকাজ (Uttarakhand tunnel rescue operation)। বৃহস্পতিবার সকালেই থমকে গিয়েছিল ড্রিলিংয়ের কাজ। ফের রাতেও একই সমস্যা হয়েছে। Auger Machine-এ কিছু সমস্যা হওয়ায় থমকে গিয়েছে সুড়ঙ্গ (Drilling) খুঁজে পাইপ বসানোর কাজ। সেই যন্ত্র দ্রুত সারাই করার কাজ হচ্ছে, আগামীকাল সকালের মধ্যেই ফের কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছেন উদ্ধারকারীরা। এদিন উদ্ধারকাজ দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। সূত্রের খবর, উদ্ধারকাজের জায়গাতেই রাতে থেকে যাবেন তিনি।
বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত আর দুই মিটার মাত্র খুঁড়তে পেরেছিল ওই মেশিন। বিকল হয়ে যাওয়ায় থমকে গিয়েছে উদ্ধারকাজের (Uttarkashi Tunnel Collapse) প্রক্রিয়া। আন্তর্জাতিক স্তরের টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স (Arnold Dix) ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে আর মাত্র কয়েক মিটার বাকি। ওরা সকলেই সুস্থ রয়েছেন। Auger Machine ভেঙে গিয়েছে। ওটা সারাই করা হচ্ছে, আগামীকালের মধ্যে ঠিক হয়ে যাবে। এই ড্রিলিং মেশিন তিনবার করে ভেঙে গিয়েছে।'
#WATCH | On Silkyara tunnel rescue operation, International Tunneling Expert, Arnold Dix says, "We are only just metres away from finding passage to have the men back. But the men are safe. The auger machine has broken down, it is being repaired and it should be back up tomorrow.… pic.twitter.com/dtX8JtdU61
— ANI (@ANI) November 23, 2023
উদ্ধারকাজ প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলেই রাতে থেকে যাচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী পুষ্কর সিংহ ধামি। গোটা উদ্ধারকাজ দেখভাল করছেন তিনি। ওই এলাকায় তিনি একটা অস্থায়ী অফিসও তৈরি করেছেন, যাতে মুখ্য়মন্ত্রিত্বের কাজে কোনওরকম সমস্যা না হয়।
তৈরি রয়েছে অ্যাম্বুল্যান্স:
উত্তরাখণ্ডের টানেল ধসে যাওয়ার ঘটনায় আটকে পড়েছেন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করে যাতে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা যায় তার জন্য ৪১টি অ্যাম্বুল্যান্স তৈরি রাখা হয়েছে বাইরে। যদি প্রয়োজন হয় তাহলে এয়ারলিফট করে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে।
আরও পড়ুন: এই ইলেকট্রিক বাইকের দাম মারুতি অল্টোর সমান, লঞ্চ হল 'মেড ইন ইন্ডিয়া' Orxa Mantis