অবিরাম বৃষ্টিতে জলমগ্ন ইংরেজবাজার, বাড়ল মহানন্দা নদীর জলস্তরও
ইংরেজবাজারের মহকুমা শাসক জানিয়েছেন, পাম্পের ব্যবস্থা করা হয়েছে। চেষ্টা চলছে দ্রুত জল নামানোর। এরইমধ্যে বেড়ে গেছে মহানন্দা নদীর জলস্তরও।
মালদা: মালদার ইংরেজবাজারের বিস্তীর্ণ এলাকা গতকাল বিকেল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন। কোথাও কোমরজল, কোথাও হাঁটুজলে ডুবে রয়েছে বেশ কিছু এলাকা। এমনকী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরও আজ সকালে জল থইথই। রথবাড়িতে পুরসভার পাইকারি বাজারও জলমগ্ন। মাছের পাইকারি বিক্রেতারা বাজার নিয়ে উঠে এসেছেন রাস্তায়। জল জমার জন্য নিকাশীর বেহাল অবস্থাকে দায়ী করছেন বিক্রেতা থেকে সাধারণ মানুষ। ইংরেজবাজারের মহকুমা শাসক জানিয়েছেন, পাম্পের ব্যবস্থা করা হয়েছে। চেষ্টা চলছে দ্রুত জল নামানোর। এরইমধ্যে বেড়ে গেছে মহানন্দা নদীর জলস্তরও।
গতকাল ঘূর্ণিঝড় ইয়াস ঢুকেছে ঝাড়খণ্ডে। শক্তিক্ষয় হওয়ায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবেই ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া এ রাজ্যের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানায় আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয় উত্তরবঙ্গেও। আর অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয় মালদা মেডিক্যাল কলেজ। জল ঢুকে যায় অপারেশন থিয়েটারেও। একতলায় থাকা রোগীদের নিয়ে যাওয়া হল দোতলায়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দাবি, সমস্যা হলেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে।
গতকাল দুপুর থেকে অঝোরে বৃষ্টি। জল থইথই মালদা মেডিক্যাল কলেজ চত্বর। অপারেশন থিয়েটার থেকে জরুরি বিভাগ। মেল মেডিক্যাল ওয়ার্ড থেকে সব কিছুই জলের তলায়। চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার দুপুর ১২টার পর মালদা জেলাজুড়ে শুরু হয় বৃষ্টি। সময় যত এগোতে থাকে, ততই বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। আর তাতেই জলবন্দি হয়ে পড়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। পরিস্থিতি বেগতিক বুঝে একতলায় ভর্তি থাকা রোগীদের দোতলায় নিয়ে যাওয়া হয়।
গতকাল এক রোগীর আত্মীয় বলেন, জল ঢুকে পড়ায় অস্ত্রোপচার বন্ধ করা হয়েছে একতলার অপারেশন থিয়েটারে। মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসক বলেন সবই জলমগ্ন, এই অবস্থায় কাজ করছি। এই অবস্থায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, প্রবল বৃষ্টির জেরে হাসপাতালের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি না থামলে সমস্যা মিটবে না। তবে চিকিৎসা পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি। এদিকে, প্রবল বৃষ্টিতে ইংরেজবাজারের কয়েকটি ওয়ার্ডও গতকালই জলমগ্ন হয়ে পড়ে।