এক্সপ্লোর
রাঁচি টেস্টে আইসিসি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে স্মিথকে পিছনে ফেলতে পারেন কোহলি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে চেনা ছন্দেই দেখা যাচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। আগামীকাল শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হচ্ছে।এই টেস্টেও বাইশ গজে ব্যাট হাতে কোহলির দাপট দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ভারত ইতিমধ্যেই ২-০ এগিয়ে সিরিজ জিতে নিয়েছে। রাঁচি টেস্টে জিতে প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করাই টিম কোহলির লক্ষ্য।

রাঁচি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে চেনা ছন্দেই দেখা যাচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। আগামীকাল শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হচ্ছে।এই টেস্টেও বাইশ গজে ব্যাট হাতে কোহলির দাপট দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ভারত ইতিমধ্যেই ২-০ এগিয়ে সিরিজ জিতে নিয়েছে। রাঁচি টেস্টে জিতে প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করাই টিম কোহলির লক্ষ্য। গত টেস্টেই কেরিয়ারের সেরা অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। এবার রাঁচি টেস্টে আইসিসি-র ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অজি খেলোয়াড় স্টিভ স্মিথকে পিছনে ফেলে ফের পয়লা নম্বরে আসার সুযোগ থাকছে কোহলির সামনে। গত টেস্টে দুরন্ত পারফরম্যান্সের জেরে র্যাঙ্কিংয়ে স্মিথের থেকে কোহলির ব্যবধান দাঁড়িয়েছে মাত্র এক পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে একটি ইনিংসে কোহলির গোল্ডেন ডাক এবং গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে চোখধাঁধানো পারফরম্যান্সের জেরে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিলেন স্মিথ। বল বিকৃতিকাণ্ডের পর এক বছরের নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন স্মিথ। আগামী ২১ নভেম্বর থেকে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের খেলবেন তিনি। টেস্ট কেরিয়ারে সপ্তম দ্বিশতরানের জেরে ৯৩৬ পয়েন্ট নিয়ে র্যা ঙ্কিংয়ে স্মিথের তুলনায় মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছেন কোহলি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















