ব্রিটেন থেকে ভারতে প্রত্যর্পণ কুখ্যাত ক্রিকেট বুকি ও হ্যান্সি ক্রোনিয়েকাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জীব চাওলার
দিল্লি পুলিশের অপরাধদমন শাখা চাওলাকে প্রথম জেরা করবে।ক্রমে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় চাওলার জেরা-পর্ব চলবে।ভারতে প্রত্যর্পণ হওয়া রুখতে কম চেষ্টা করেননি চাওলা।
নয়াদিল্লি: কুখ্যাত ক্রিকেট বুকি সঞ্জীব চাওলাকে বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করা হল। ২০০০ সালের ম্যাচ-ফিক্সিংকাণ্ডে ওয়ান্টেড ছিলেন চাওলা। ওই কাণ্ডের অন্যতম দোষী ছিলেন দক্ষিণ আফ্রিকার তৎকালীন ক্রিকেট অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে। সূত্রের খবর, দিল্লি পুলিশের অপরাধদমন শাখা চাওলাকে প্রথম জেরা করবে। এরপর, ক্রমে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় চাওলার জেরা-পর্ব চলবে। মামলায় পেশ হওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে জন্ম নেওয়া পেশায় ব্যবসায়ী চাওলা ১৯৯৬ সালে বিজনেস ভিসা নিয়ে ইংল্যান্ডে পাড়ি দেন। সেখান থেকেই তিনি মাঝেমধ্যে ভারতে যাতায়াত করতেন। ২০০০ সালে চাওলার পাসপোর্ট প্রত্যাহার করে কেন্দ্র। এরপরই তিনি ইংল্যান্ডে পাসপোর্টের জন্য আবেদন করেন। ২০০৫ সালে তা পেয়েও যান চাওলা। ব্রিটিশ নাগরিক হয়ে যান তিনি। অভিযোগ, ২০০০ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে সেই সময়ের প্রোটিয়া অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের সঙ্গে ম্যাচ-ফিক্সিংয়ের ষড়যন্ত্র করেন চাওলা। ভারতে প্রত্যর্পণ হওয়া রুখতে কম চেষ্টা করেননি চাওলা। গত ২৩ জানুয়ারি, ২৮-দিনের মধ্যে ভারতে চাওলার প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিলেন ইংল্যান্ডের সাজিদ জাভেদ। এই রায়ের বিরুদ্ধে তিনি দ্বারস্থ হয়েছিলেন ব্রিটেনের উচ্চ আদালতে। সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এখানেই থেমে থাকেননি চাওলা। একেবারে পৌঁছে গিয়েছিলেন ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) পর্যন্ত। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি। গত সপ্তাহে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। যার পরই, চাওলাকে এদেশে ফেরানোর তোড়জোড় শুরু করে ভারত সরকার। এর আগে, ২০১৬ সালে গোধরা হিংসায় অভিযুক্ত সমীরভাই বিনুভাই পটেলকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল ব্রিটেন প্রশাসন। কিন্তু, আদালতে তিনি ওই নির্দেশকে চ্যালেঞ্জ না করায় সেই প্রক্রিয়া মসৃণ হয়েছিল।