Yash Cyclone: আমফানের মতোই ভয়ঙ্কর! বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে 'যশ'
মনে করা হচ্ছে আগামী ২৩ মে থেকে ২৫ মে-র মধ্যেই সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
কলকাতা: আবারও সেই লকডাউন, আবারও সেই মে মাস। রাজ্যের দিকে ধেয়ে আসছে আমফানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'যশ'। গতবছর এমন সময়েই রাজ্যে তাণ্ডবলীলা চালিয়েছিল আমফান। সেই ভয়াবহ পরিস্থিতিক কথা এখনও ভুলতে পারেনি রাজ্যবাসী।
বছর ঘুরতে না ঘুরতেই আবার আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহতেই 'যশ' নামক ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে সুন্দরবনে। হাওয়া অফিস জানাচ্ছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই নিম্নচাপটি। যা শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিবর্তিত হতে পারে বলেই মনে করা হচ্ছে। এরপর অভিমুখ বদলে বাংলাদেশের দিকে ঘুরে যাবে নিম্নচাপটি।
মনে করা হচ্ছে আগামী ২৩ মে থেকে ২৫ মে-র মধ্যেই সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। শক্তি সঞ্চয় করে আমফানের মতো আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর।
বিগত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড়টি। যার জেরেই ক্রমশ বাড়ছে গরম। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা রাজ্যে।
আজ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁতে পারে বলেই পূর্বাভাস রয়েছে। পাশাপাশি আগামী দু-দিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমূখী হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মুম্বই এবং গুজরাত উপকূলে তাণ্ডব চালিয়েছে তওতে।