Ashoknagar News : "যারা শান্তি বিঘ্নিত করবে, তাদের রাম দাওয়াই", হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
ভোটের পর এলাকায় গন্ডগোল করলে অভিযুক্তদের "রাম দাওয়াই" দেওয়া হবে। হুঁশিয়ারি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর।
অশোকনগর, সমীরণ পাল : ভোটের পর এলাকায় গন্ডগোল করলে অভিযুক্তদের "রাম দাওয়াই" দেওয়া হবে। এমনই হুঁশিয়ারি দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। গতকাল অশোকনগরে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে এই মন্তব্য করেন তিনি।
বিধায়ক বলেন, গ্রামের দিকে এর পরেও কোথাও কোথাও গণ্ডগোল হচ্ছে। অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। যেই বিজেপি হেরে গেছে, তৃণমূলের পিছনে এসে লাইন দিয়েছে। এগুলোকে চিহ্নিত করে রাখুন। এগুলো হচ্ছে কালসাপ। আমি বলছি, শান্তি বাংলায় থাকবে, শান্তি অশোকনগরে থাকবে। শান্তি যারা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের রাম দাওয়াই দেওয়া হবে। এটা কান খুলে শুনে রাখুন।
পরে নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে বিধায়ক বলেন, সিপিএম-কংগ্রেসের "ভাইজানের" জোট কোথাও কোথাও শান্তি বিঘ্নিত করতে চাইছে। পুলিশকে আমরা বলছি। ওরা কড়া হাতে সেগুলোর মোকাবিলা করার চেষ্টা করছে। আমাকে কেউ ঢিল-বোমা মারলে, আমি তো আর রসগোল্লা ছুঁড়ব না। কর্মীদের মানসিক জোর রাখার জন্য আমরা এটা বলেছি। নিজেদের তৈরি করতে হবে, প্রতিরোধ তৈরি করতে হবে। ছেড়ে দিয়ে ঘরে বসে কাঁদব না।
তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি বিপ্লব হালদার। তাঁর কটাক্ষ, এটা তৃণমূলের সংস্কৃতি। ধোলাই দেওয়া, পেটাই দেওয়া। আমি জানতাম, নারায়ণবাবু যথেষ্ঠ ভদ্র লোক। অশোকনগর বিধানসভায় উনি পরিষেবা দেবেন বলে আশা ছিল। কিন্তু, উনি এখন ধোলাই দিতে শুরু করলে পরবর্তীকালে কী হবে এখানকার জনগণ তা ঠিক করবেন।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। এনিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বারবার কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তিনি। পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই ইস্যুতে রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত অব্যাহত রয়েছে। তা সত্ত্বে এখনও বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠেই চলেছে।