WB Corona LIVE: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১১৩ জন।
Get Latest West Bengal Coronavirus Live Updates: একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের
LIVE

Background
WB Corona LIVE: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১১৩ জন
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১১৩ জন। ১৪৩ জন কমে রবিবার রাজ্যে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ৩১ হাজার ৮০৫ জন। আর এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৭.২০ শতাংশ।
West Bengal Corona LIVE: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১৯ হাজার ১১৭ জন
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন। এই সময়পর্বে আগের সব রেকর্ড ভেঙে ১৪৭ জন রাজ্যবাসীকে হারালাম আমরা।
WB Corona LIVE: প্রথম ডোজের ৮৪ পর কোউইনে নাম নথিভুক্ত হবে, নির্দেশিকা কেন্দ্রের
‘প্রথম ডোজের ৮৪ দিনের আগে কোউইনে নাম নথিভুক্ত হবে না’, কোভিশিল্ডের ডোজ-ব্যবধান বাড়ানোর সিদ্ধান্তের পর কেন্দ্রের নির্দেশিকা। যদিও বলা হয়েছে, ইতিমধ্যেই নাম নথিভুক্ত হলে দ্বিতীয় ডোজ বাতিল নয়। সেক্ষেত্রে পরামর্শ দেওয়া হবে ৮৪ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য। গ্রহীতা রাজি না হলে দিতে হবে দ্বিতীয় ডোজ। রাজ্যগুলিকে চিঠি স্বাস্থ্যমন্ত্রকের।
West Bengal Corona LIVE: রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই তৃণমূলের বিজয় উৎসব।
রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই তৃণমূলের বিজয় উৎসব। জগৎবল্লভপুরের গোবিন্দপুর পশ্চিম পাড়ার ঘটনা। মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞার পরেও তৃণমূলের বিজয় উৎসব। ব্যান্ড-ডিজে বাজিয়ে মিছিল, শিকেয় করোনা বিধি। কেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, প্রশ্ন বিজেপির।
WB Corona LIVE: কলকাতায় হাসপাতালে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছেন মুর্শিদাবাদের ৩০ জন
করোনা যুদ্ধে ৩০ জন করোনা যোদ্ধা সামিল হচ্ছেন কলকাতার সরকারি হাসপাতালে। মুর্শিদাবাদ থেকে তিরিশ জন করোনা যোদ্ধা দুপুরে রওনা দেন। লকডাউন থাকায়, জেলা প্রশাসন তাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করে। এর আগে জেলা পুলিস সুপারের অফিসে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা শাসক জানিয়েছেন, এঁরা কলকাতার বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের ওয়ার্ডে চিকিৎসায় সহযোগিতা করবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
