West Bengal News Live: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯৮৯, মৃত ১০
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
LIVE
Background
জুলাইয়ের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ হাজার ছুঁইছুঁই। ফের চালু হওয়ার পথে কনটেনমেন্ট জোন। কলকাতায় চালু হচ্ছে ২টি সেফ হোম।
কলকাতায় আরও বেলাগাম করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪৪৯জনের প্রায় অর্ধেকই ডবল ডোজ প্রাপক! ২৫৭জন উপসর্গহীন।
কলকাতায় সংক্রমণ নিয়ে পুরসভা-স্বাস্থ্য দফতরের দ্বিমত। জেলার থেকে এসে অনেকেই টেস্ট করান, আসলে আক্রান্ত ২৬৮জন, দাবি স্বাস্থ্য অধিকর্তার।
সংক্রমণ বাড়তেই শুরু কড়াকড়ি। রাত সাড়ে ১০টার পরে কলকাতায় বন্ধ করতে হবে রেস্তোরাঁ-পানশালা। মাস্ক না পরায় জেলায় জেলায় ধরপাকড়।
ফের চোখ রাঙাচ্ছে করোনা। উপনির্বাচনে বুথের মধ্যে থাকতে পারবেন না ৪জনের বেশি ভোটার। প্রচার শেষের পরেই বুথের ২০০ মিটারে ১৪৪ ধারা।
ট্রেকিংয়ে গিয়ে কালীঘাট, হরিদেবপুর থেকে নেপালগঞ্জের পরপর অভিযাত্রীর মৃত্যু। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ১১জন বাঙালি অভিযাত্রীর মৃত্যু। হরিদেবপুরের একজন নিখোঁজ। আহত অবস্থায় দক্ষিণ ২৪ পরগনার একজন উদ্ধার।
উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত বেড়ে ৬৭। বাঙালি অভিযাত্রীদের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন।
কংগ্রেস নয়, বিজেপি-বিরোধী মুখ এখন তৃণমূলই। গোসাবায় প্রথম ভোট প্রচারে গিয়েই হুঙ্কার অভিষেকের। ত্রিপুরা-গোয়া নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণে অভিষেক। অভিষেকের আক্রমণের মুখে পাল্টা কটাক্ষ অধীরের।
১০ বছর ভোগান্তির শিকার গোয়ার মানুষ। নতুন ভোরের সূচনা করব, পানাজি যাওয়ার আগে ট্যুইট মমতার। বিজেপিকে হারাতে একজোট হওয়ার বার্তা।
বিজেপির প্রচার ঘিরে ফের উত্তপ্ত দিনহাটা। তৃণমূলের জয় বাংলা স্লোগান। পাল্টা জোর করে পতাকা লাগাতে বাধা দেওয়ার দাবি।
WB News Live Updates: আজ গোয়ায় গেলেন দলের সাংসদ সৌগত রায় ও বাবুল সুপ্রিয়
আগামী বৃহস্পতিবার গোয়া সফরে যাবেন তৃণমূল নেত্রী। তার আগে আজ গোয়ায় গেলেন দলের সাংসদ সৌগত রায় ও বাবুল সুপ্রিয়। গোয়ায় ভালো ফল করবে তৃণমূল। আশাবাদী বাবুল সুপ্রিয়। বিশেষ লাভ হবে না। প্রতিক্রিয়া কংগ্রেসের। গোয়ায় বিরোধীদের তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি।
WB News Live: ব্যারাকপুরে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বানচাল করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ব্যারাকপুরে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বানচাল করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, নিভিয়ে দেওয়া হয় আলো, পাখা। যদিও তৃণমূলের দাবি, এর সঙ্গে দলের কোনও যোগ নেই। স্থানীয় বাসিন্দারাই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।>>
West Bengal News Live: বেড়াতে গিয়ে, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছে বাংলার একাধিক পরিবার, দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে ঘরে ফিরলেন তাঁরা
প্রকৃতির রুদ্ররূপ। ভয়ঙ্কর তুষারপাত ও ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একাংশ। বেড়াতে গিয়ে, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছে বাংলার একাধিক পরিবার। দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে ঘরে ফিরলেন তাঁরা।
WB News Live: মালদায় শুরু হয়েছে ট্রেনের টিকিট বাতিলের হিড়িক
বিপর্যস্ত উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচলের একাংশ। পাহাড়ে ট্রেক করতে গিয়ে এ রাজ্যের একের পর এক অভিযাত্রীর মৃত্যু। তার ওপর কালিম্পংয়ে ধস ১০ নম্বর জাতীয় সড়কে। এই পরিস্থিতিতে মালদায় শুরু হয়েছে ট্রেনের টিকিট বাতিলের হিড়িক।
West Bengal News Live: ভিনরাজ্যে বেড়াতে গিয়ে, পথেই থামল দুই বাঙালির জীবন
ভিনরাজ্যে বেড়াতে গিয়ে, পথেই থামল দুই বাঙালির জীবন। গ্রেটার নয়ডার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডোমজুড়ের এক শিক্ষক ও তরুণের। এলাকায় সবার বিপদে ঝাঁপিয়ে পড়া, দু’জনের এই পরিণতি মানতে পারছেন না কেউই।