SSC Exam : কাল SSC পরীক্ষা, স্বচ্ছতা বজায় রাখতে OMR নিয়ে বড় সিদ্ধান্ত, বিশেষ নির্দেশ এই পরীক্ষার্থীদেরও
২৬ হাজারের চাকরি বাতিলের পর, কাল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, স্বচ্ছতা বজায় রাখতে বড় পদক্ষেপ নিয়েছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : অবশেষে সেই দিন। প্রায় ৮ বছর পর শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা হচ্ছে, ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদের জন্য। কাল, ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর দু’টি ধাপে এই পরীক্ষা নেওয়া হবে। ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হচ্ছে ।
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশেই ফের হচ্ছে পরীক্ষা। ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে , এই অযোগ্যদের কেউ এসএসসির এই নয়া নিয়োগপদ্ধতির অংশ হতে পারবে না।
SSC-র পরীক্ষা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। OMR শিট সংরক্ষণ করা হবে প্যানেলের মেয়াদ শেষের ২ বছর পর্যন্ত। OMR শিটের স্ক্যান কপি ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। SSC-র দু’টি পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৬০ হাজার।
স্বাভাবিক ভাবেই এই পরীক্ষা ঘিরে রাজ্য প্রশাসনেরও পরীক্ষা। রাজ্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। এসএসসির পক্ষ থেকেও নতুন এই পরীক্ষা ঘিরে একাধিক বিধি জারি করা হয়েছে। আগামীকাল, বেলা ১২ টায় পরীক্ষা শুরু হচ্ছে। এখনও পর্যন্ত অনেক অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ আসার অভিযোগ এসেছে। এসএসসি জানিয়েছে, যাঁদের অ্যাডমিটে বিভ্রান্তি আছে, তাদের সকাল ১০ টার মধ্যে পরীক্ষা হলে ঢুকতে হবে। সঙ্গে আনতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, নিজে অ্যাটেস্টেড করা আধার কার্ড, পরীক্ষা হলে নিয়ে যেতে হবে।
এদিকে, পরীক্ষার আগেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। SSC জানিয়েছে, দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
এর মধ্যেই প্রশ্নফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ জানিয়েছে, ২ দিন আগে একটি পোস্ট করেন ধৃত ব্যক্তি। সেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা দাবি করে লেখেন, ফোনে চাকরি দেওয়ার নামে তাঁর থেকে ১৪ লক্ষ টাকা চাওয়া হয়। ফোনে বলা হয়, পরীক্ষার ২ দিন আগেই প্রশ্ন ও উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এই পোস্ট নজরে আসতেই নড়চড়ে বসে পুলিশ। পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয়! পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। পুলিশের দাবি, ধৃত অরিন্দম পাল চন্দ্রকোণার মাংরুল গ্রামের বিজেপি নেতা। বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে যুক্ত রয়েছে। সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে দাবি পুলিশের। এখন রবিবারের পরীক্ষার দিকে তাকিয়ে সকলে।






















