West Bengal Weather : শনিবার অবধি তীব্র হবে তাপপ্রবাহ ! সামান্য বৃষ্টিতে কোথায় কোথায় সাময়িক স্বস্তি?
সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি। বিহারে চরম তাপপ্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে।
![West Bengal Weather : শনিবার অবধি তীব্র হবে তাপপ্রবাহ ! সামান্য বৃষ্টিতে কোথায় কোথায় সাময়িক স্বস্তি? West Bengal Weather Prediction of light rain in few districts West Bengal Weather : শনিবার অবধি তীব্র হবে তাপপ্রবাহ ! সামান্য বৃষ্টিতে কোথায় কোথায় সাময়িক স্বস্তি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/06/5f628151799db66d171b5247ef613c39168602878259753_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : গরম থেকে রেহাই নেই। ফুটছে গোটা রাজ্য। বর্ষা আসতেও দেরি, জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শুষ্ক আবহাওয়া, তৈরি হচ্ছে লু-এর পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ছে, যার ফলে শুধুমাত্র দিনের বেলা নয় রাত-ভোর গুমোট গরমে দমবন্ধ অবস্থা।
শনিবার পর্যন্ত তাপপ্রবাহ
আবহাওয়াা দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলি সাময়িক ভাবে একটু স্বস্তি পেতে পারে। তবে গরম কমবে না আদৌ।
দার্জিলিংয়েও গরম পড়বে
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এর সমতল এলাকার কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পাারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার, দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় গরম চরমে
কলকাতায় চরম অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে । তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বেলা একটু বাড়তেই । বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি । সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৮৮ শতাংশ।
কলকাতায় তাপমাত্রা কেমন থাাকবে -
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
06-Jun | 30.0 | 39.0 | ![]() |
Partly cloudy sky |
07-Jun | 30.0 | 39.0 | ![]() |
Mainly Clear sky |
08-Jun | 30.0 | 39.0 | ![]() |
Mainly Clear sky |
09-Jun | 30.0 | 39.0 | ![]() |
Partly cloudy sky |
10-Jun | 31.0 | 38.0 | ![]() |
Partly cloudy sky |
11-Jun | 31.0 | 38.0 | ![]() |
Partly cloudy sky |
12-Jun | 31.0 | 38.0 | ![]() |
Partly cloudy sky |
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)