Murder News: ভালবেসেছিলেন ভারতীয় যুবককে, কানাডা থেকে বিয়ে করতে এসে সেই প্রেমিকের হাতেই খুন যুবতী
Woman Murder: মঙ্গলবার ২৩ বছরের সেই নিলমের নিথর দেহ উদ্ধার হল একটি জমি থেকে। পুলিশ জানিয়েছে তাঁর প্রেমিক সুনীল নিলমের দেহ খুন করে পুঁতে দিতে প্রমাণ লোপাটের চেষ্টা করেন।
হরিয়ানা: বাড়িতে সকলে জানতেন মেয়ে ভালবাসার টানে ভারতে পাড়ি দিচ্ছে। তাঁর জন্য অপেক্ষা করছেন ভারতীয় যুবক। প্রেমকে পরিণতি দিতে কানাডা থেকে ভারতে এসে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা করেছিলেন যুবতী। কিন্তু সেই প্রেমিকের হাতেই খুন হতে হল তাঁকে, এমনটাই পুলিশ সূত্রে খবর।
বাড়ির লোক জানিয়েছে, বেশ কিছু মেয়ের খোঁজ না পাওয়ায় চিন্তিত ছিল তাঁরা। বহু চেষ্টা করলেও দেহের খোঁজ পাননি তাঁরা। মঙ্গলবার ২৩ বছরের সেই নিলমের নিথর দেহ উদ্ধার হল একটি জমি থেকে। পুলিশ জানিয়েছে তাঁর প্রেমিক সুনীল নিলমের দেহ খুন করে পুঁতে দিতে প্রমাণ লোপাটের চেষ্টা করেন।
পুলিশ এও জানিয়েছে, সুনীল স্বীকার করেছে যে তিনি নিলমকে অপহরণ করেছিলেন এবং খুনও করেছেন। পুলিশ অফিসার রবীন্দ্র জানান, সুনীল স্বীকারোক্তিতে জানিয়েছে, নিলমের মাথায় দুবার গুলি করেন। নিজের অপরাধ লুকনোর জন্য নিলমের মৃতদেহ মাঠে পুঁতে দেন।
গত জুন মাসে নীলমের বোন রোশনি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে তার বোন তার ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং কাজের জন্য কানাডায় চলে গেছে। পুলিশ জানায়, গত বছরের জানুয়ারিতে সুনীল তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ফিরে আসার কথা বলেন।
আরও পড়ুন, কাজের চাপে গাছেরাও কাঁদে! বৃক্ষের আর্তনাদ রেকর্ড করলেন বিজ্ঞানীরা
নীলমের পরিবার বলেছে যে তার ফিরে আসার পর তারা তার কাছ থেকে কোন কথা শোনেনি এবং সুনীলও নিখোঁজ ছিল। পুলিশ অপহরণের মামলা দায়ের করলেও অভিযোগের পর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। নীলমের খোঁজ করার পরে, পরিবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বৈজর সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দেয়। এরপর মামলাটি ভিওয়ানির ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির কাছে স্থানান্তরিত হয়। সুনীলকে আটক করেছে ইউনিট।