World Post Day 2021: প্রথম যোগাযোগের মাধ্যম ! ইতিহাস থেকে তাৎপর্য, কী এই বিশ্ব ডাক দিবস ?
আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস(World Post Day)। ১৮৭৪ সালে সুইজারল্যান্ডের বার্নে ২২ টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় Universal Postal Union (UPU)।
নয়াদিল্লি: জেট গতির দুনিয়ায় মনের ভাব আদানপ্রদানের হাজারো মাধ্যম এসেছে। তবে স্মৃতিপটে আজও থেকে গিয়েছে চিঠির গুরুত্ব। ডাক বিভাগের হাত ধরে বিশ্বের বুকে স্থাপিত হয়েছিল এই বার্তা বিনিময়ের মাধ্যম।আজ সেই স্মৃতিচারণার দিন। আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস(World Post Day)।
World Post Day 2021: ইতিহাস থেকে তাৎপর্য - ১৮৭৪ সালে সুইজারল্যান্ডের বার্নে ২২টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় Universal Postal Union (UPU)। পরবর্তীকালে ১৯৬৯ সালে জাপানের টোকিওতে বসে এর ১৬তম অধিবেশন। যেখানে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক ইউনিয়ন দিবস হিসাবে পালনের প্রস্তাব দেন ভারতের প্রতিনিধি আনন্দ মোহন নারুলা। সভাসদদের সবার সম্মতিতে পাশ হয় সেই প্রস্তাব। যদিও এখানেই থেমে থাকেনি ইতিহাস। ১৯৮৪ সালে ফের জার্মানির হামবুর্গে বসে Universal Postal Union (UPU)-এর ১৯তম অধিবেশন। যেখানে ডাক ইউনিয়ন দিবসের নামকে কাটছাঁট করে রাখা হয় 'বিশ্ব ডাক দিবস"(World Post Day )। সেই থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে এই দিবস।
বর্তমানে বিশ্বের ১৫০টি দেশে পালিত হয় এই 'বিশ্ব ডাক দিবস'। যেখানে এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে ডাকটিকিট বা পোস্টাল প্রোডাক্টের উদ্বোধন করা হয়। কিছু কিছু দেশে 'ওয়ার্কিং হলিডে' হিসাবে পালন করা হয় ৯ অক্টোবর। কিছু জায়গায় ডাক বিভাগের কর্মীদের ভালো পরিষেবা দেওয়ার জন্য পুরস্কৃত করে কর্তৃপক্ষ। সব দেশেই রোজকার জীবনে ডাক বিভাগের গুরুত্ব বোঝাতে সচেতনতার পাঠ পড়ানো হয় জনতাকে।
World Post Day 2021: ২০২১ সালের থিম কী ?
এবারের বিশ্ব ডাক দিবসের থিম রাখা হয়েছে 'Innovate to recover'। যার মূল বিষয় দাঁড়ায় কোনও কিছু পুনরুদ্ধারের জন্য উদ্ভাবন বা নতুন ভাবনা তৈরি করা। এই প্রসঙ্গে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ডিরেক্টর বলেন, ''কোভিডকালে বিশ্বের প্রায় সব সাপ্লাই চেইনের ওপর প্রভাব ফেলে সংক্রমণ। সেখানে দাঁড়িয়েও ডাক বিভাগ সবাইকে পরিষেবা দিয়ে গেছে। এটাই ডাক বিভাগের অভিনবত্ব। আজকের দিনে দাঁড়িয়েও আমরা যা উৎযাপন করতে পারি।''
আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা
আরও পড়ুন : Post Office Withdrawal Rules: টাকা তোলার নিয়ম বদলাচ্ছে পোস্ট অফিস, আপনার লাভ না ক্ষতি ?
Education Loan Information:
Calculate Education Loan EMI